শুক্রবার ১৭ মে ২০২৪
Online Edition

বাংলাদেশ ইয়ুথ ক্যাডেট ফোরাম চট্টগ্রাম জেলা’র কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু

বাংলাদেশ ইয়ুথ ক্যাডেট ফোরাম (BYCF), চট্টগ্রাম জেলা’র কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হল জেলা সভাপতি অ্যাডভোকেট শেখ ইফতেখার সাইমুল চৌধুরীকে ফুলেল শুভেচ্ছা ও BYCF কেন্দ্রীয় সভাপতি  শাহ্ মুজিবুল হক এর ভিডিও কনফারেন্স এর মাধ্যমে অভ্যর্থনা জানানোর মধ্য দিয়ে। গত ২ অক্টোবর বুধবার সন্ধ্যায় বন্দর নগরীর দি সিনেচার রেস্টুরেন্ট এ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। জেলা সাংগঠনিক সম্পাদক মো: আজিজুল ইসলাম এর সঞ্চালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জেলা সিনিয়র ভাইস প্রেসিডেন্ট গাজী লোকমান হাসান চৌধুরী, জেলা সাধারণ সম্পাদক মোহাম্মদ সোলায়মান, যুগ্ম সাধারণ সম্পাদক মো: ইয়াছিন আরাফাত রুজভেল্ট, মহিলা সম্পাদিকা রোজিনা ইয়াসমিন, কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আরিফ মো: মনজু, সাংগঠনিক সম্পাদক ডা: এস এম মাসুম হান্নান।
সভাপতির বক্তব্যে শেখ ইফতেখার সাইমুল বলেন, বি.এন.সি.সি এর সেনা, নৌ, বিমান শাখার এক্স-ক্যাডেটদের সুসংগঠিত ও একতাবদ্ধ করে জাতীয় দুর্যোগময় পরিস্থিতি মোকাবেলায় কার্যকর ভুমিকার রাখবে এবং এক্স-ক্যাডেটদের জন্য গতানুগতিক ধারার বাইরে কল্যাণমুলক কার্যক্রম গ্রহণ করবে। BYCF কারো প্রতিদন্ধী বা প্রতিযোগী সংগঠন নয়। কার্যকর ও ফলপ্রসু কার্যক্রমের মাধ্যমে এ সংগঠন তার সাফল্য তুলে ধরবে এবং এক সময়ে জাতীয় পর্যায়ে এক্স-ক্যাডেটদের শীর্ষ সংগঠনে পরিণত হবে বলে আশা করি। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন BYCF জেলা সদস্য ইকবাল মাহমুদ, এস.এম নুরুল আমিন, সাজ্জাদ হোসেন তুহিন, মোরশেদ আলম, নাসরিন আক্তার, লুৎফা ইয়াসমিন, জান্নাতুন নুর, মাসুদ রানা রহিম, আমির হোসেন, সেলিম ভূঁইয়া, রাশেদুল হক, মো: তৌহিদ, শাহীন গাজী, অপু উল্লাহ, শামীম হোসেন, ইব্রাহীম খলিল, অর্কিড দে সহ অন্যরা।

অনলাইন আপডেট

আর্কাইভ