রবিবার ০৫ মে ২০২৪
Online Edition

‘হাউডি মোদি’ অনুষ্ঠানে মুসলিম সাংবাদিকদের প্রবেশে বাধা!

২৫ সেপ্টেম্বর,ইন্টারনেট: মার্কিন যুক্তরাষ্ট্রের হিউস্টনের এনআরজি স্টেডিয়ামে অনুষ্ঠিত ‘হাউডি মোদি’ অনুষ্ঠানে মুসলিম সাংবাদিকদের প্রবেশে বাধার অভিযোগ উঠেছে। আর এ বিষয়টি নিয়ে বিতর্কের সৃষ্টি হয়েছে।  ভারতীয় বংশোদ্ভূত মার্কিন সাংবাদিক তথা স্ট্যান্ডআপ কমেডিয়ান হাসান মিনহাজকে সেখানে প্রবেশ করতে বাধা দিলে এ বিতর্ক উঠে। আর সেটি সোস্যাল মিডিয়ায় প্রকাশ পেতেই আরো অনেক মুসলিম সাংবাদিক জানান তাদেরও মুসলিম হবার দরুণ সেখানে প্রবেশ করতে দেয়া হয়নি।

গত রবিবার ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিয়ে এ অনুষ্ঠান আয়োজন করে যুক্তরাষ্টে বসবাসকারী ভারতীয়রা। প্রকাশিত এক ভিডিওতে দেখা যায় অনুষ্ঠানে প্রবেশ করার মুখে হাসান মিনহাজের শুটিং টিমসহ তাকে প্রবেশে বাধা দেয়া হয়। এসময় হাসান এক কর্মকর্তাকে ফোন দিয়ে ভেতরে প্রবেশের অনুমতিপত্রের খোঁজ জানতে চাইলে তাকে জানানো হয় হাসানের জন্য কোন অনুমতিপত্র বরাদ্দ করা নেই। অথচ ভিডিওতে দেখা যায় টেবিলের সামনেই সাংবাদিকদের জন্য বেশ কিছু অনুমতিপত্র রাখা ছিল। ভিডিও-র পরের অংশে দেখা যায়, সাংবাদিকদের জন্য নির্দিষ্ট জায়গা অর্ধেকই ফাঁকা রয়েছে।

অনলাইন আপডেট

আর্কাইভ