রবিবার ০৫ মে ২০২৪
Online Edition

বিদেশে আটকা হাজারো নাগরিক দেউলিয়া ব্রিটিশ পর্যটন কোম্পানি

২৩ সেপ্টেম্বর, বিবিসি : শেষ মুহূর্তের আলোচনা ফলপ্রসূ না হওয়ায় বাঁচানো গেল না টমাস কুককে; যুক্তরাজ্যভিত্তিক বিশ্বের সবচেয়ে পুরনো অবকাশ পর্যটন কোম্পানিটিকে দেউলিয়া ঘোষণা করা হয়েছে।

যুক্তরাজ্যের বেসামরিক বিমান পরিহন কর্তৃপক্ষ (সিএএ) বলছে, বিশ্বজুড়ে পর্যটন পরিচালনাকারী এই কোম্পানি ‘তাৎক্ষণিক সকল বিক্রি’ বন্ধ করে দিয়েছে।

এই ঘোষণার ফলে এ মুহূর্তে বিদেশে থাকা দেড় লাখের বেশি ব্রিটিশ পর্যটককে দেশে ফেরানোর জন্য নতুন করে ফ্লাইটের ব্যবস্থা করতে হবে।

এটা শান্তিকালীন সময়ে সবচেয়ে বড় বৃটিশ প্রত্যাবাসন। অর্থাৎ যুদ্ধ পরিস্থিতি ছাড়া এর আগে সরকারকে এতো বৃটিশ নাগরিককে একসঙ্গে দেশে ফেরানোর আয়োজন করতে হয়নি।

টমাস কুকের প্রধান নির্বাহী পিটার ফ্যাংকহসার বলেন, ১৭৮ বছরের পুরনো এই কোম্পানির এরকম পতন ‘গভীর আক্ষেপের বিষয়’।

অনলাইন আপডেট

আর্কাইভ