রবিবার ১৯ মে ২০২৪
Online Edition

প্লাস্টিক ও পলিথিন বর্জ্য থেকে ডিজেল উৎপাদন প্রকল্পের উদ্বোধন

নারায়ণগঞ্জ সংবাদদাতা, ৪ সেপ্টেম্বর: নারায়ণগঞ্জের ফতুল্লার পঞ্চবটি এলাকায় সিটি কর্পোরেশনের জৈব সার উৎপাদন কেন্দ্রে প্লাস্টিক ও পলিথিন বর্জ্য দিয়ে ডিজেল এবং পেট্রোলসহ বিভিন্ন জ্বালানি তেল উৎপাদন কার্যক্রম শুরু হয়েছে। সোমবার দুপুরে আনুষ্ঠানিকভাবে এ প্রকল্পটির উদ্বোধন করেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র ডাঃ সেলিনা হায়াৎ আইভী। নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের আর্থিক সহায়তায় বেসরকারি প্রতিষ্ঠান মেঘা অর্গানিক বাংলাদেশ প্রকল্পটির বাস্তবায়ন করেছে। বাস্তবায়নকারি প্রতিষ্ঠান মেঘা অর্গানিক বাংলাদেশ এর নির্বাহি পরিচালক জানান, সিটি কপোরেশন থেকে প্লাস্টিক ও পলিথিন বর্জ্য মান অনুযায়ী কেজি প্রতি বিশ থেকে ত্রিশ টাকা দরে তারা কিনে নিচ্ছেন। সেই বর্জ্য পলিথিন দিয়ে জ্বালানি প্রতিদিন প্রায় ৫শ’ কেজি ডিজেল, পেট্্েরাল, অকটেন ও কার্বন সহ বিভিন্ন ধরণের জ্বালানি তেল উৎপাদন করা হবে। প্লাস্টিক পলিথিনের প্রাপ্যতা সাপেক্ষে পরবর্তীতে এর উৎপাদন আরও বাড়ানো হবে বলে জানান প্রতিষ্ঠানটির নির্বাহি পরিচালক। প্লাস্টিক ও পলিথিন বর্জ্যকে নগরীর জলাবদ্ধতা সৃষ্টির অন্যতম কারন হিসেবে উল্লেখ করে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র আইভী জানান, এই জ্বালানি তেল উৎপাদন প্রকল্পটি চলমান থাকলে সিটি কর্পোরেশনের বর্জ্যরে শতকরা পঞ্চাশ ভাগেরও বেশি পলিথিন জ্বালানি তেল উৎপাদনে ব্যবহৃত হবে। এর ফলে সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা নিশ্চিতসহ জলাবদ্ধতা নিরসন করাও সহজ হবে বলে মেয়র মনে করেন। ফতুল্লার পাশাপাশি সিটি করপোরেশনের সিদ্ধিরগঞ্জ ও বন্দর এলাকাতেও আরো দুইটি প্রকল্প করার পরিকল্পনার কথা জানিয়ে মেয়র আইভী সকল ওয়ার্ড কাউন্সিলরসহ নগরবাসীকে সহযোগিতার আহবান জানান। উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সিটি করর্পোরেশনের প্যানেল মেয়র আফসানা আফরোজ বিভা, মেঘা অর্গানিক বাংলাদেশ এর পরিচালক মিজানুর রহমান ও বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলররা সহ সিটি করর্পোরেশনের কর্মকতারা।

অনলাইন আপডেট

আর্কাইভ