রবিবার ১৯ মে ২০২৪
Online Edition

নাটোর ও জয়পুরহাট চিনিকল এলাকায় আখ রোপণ কার্যক্রম শুরু

নাটোর চিনিকল এলাকায় আখ রোপণ কার্যক্রম শুরু

নাটোর সংবাদদাতা, ৪ সেপ্টেম্বর: আগামী অর্থ বছরের জন্যে নাটোর চিনিকল এলাকার আখ রোপণ কার্যক্রম শুরু হয়েছে। রোববার সকালে মিলগেট সাবজোন এলাকার হুগোলবাড়িয়াতে কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন যৌথভাবে নাটোর চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক এ এফ এম জিয়াউল ফারুক এবং বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশনের ব্যবস্থাপনা পরিচালক (সি এ আই এস, সদর দপ্তর) মীর মিরাজ আলী। এ সময় নাটোর চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক বলেন, আগামী অর্থ বছরে নাটোর চিনিকল এলাকায় ১৮ হাজার একর জমিতে আখ চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এই লক্ষ্যে বারো হাজার কৃষককে বীজ, সার, সেচ সহায়তা বাবদ প্রায় সাত কোটি টাকা ঋণ বিতরণ করা হবে। উদ্বোধনী অনুষ্ঠানে চিনিকলের আদর্শ আখচাষী কামাল উদ্দিনের এক একর জমিতে ঈশ্বরদী বিএসআরআই-৪৫ জাতের আখের বীজ রোপণ করা হয়। পরে অতিথিবৃন্দ পর্যায়ক্রমে মিলগেট সাবজোনের পন্ডিতগ্রাম এলাকায় ঈশ্বরদী বিএসআরআই-৪৬ এবং বাসুদেবপুর সাবজোন এলাকার নশরতপুর এলাকায় ঈশ্বরদী-৩৯ জাতের আখের বীজ রোপন করেন। মাঠের আখ রোপণ কার্যক্রমে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নাটোর চিনিকলের মহাব্যবস্থাপক (কৃষি) মোঃ রুস্তম আলী, উপ মহাব্যবস্থাপক তারেক ফরহাদ, সাবজোন প্রধান মনজুর কাদির এবং আব্দুল কুদ্দুস।
জয়পুরহাট: জয়পুরহাট সুগার মিলস লিঃ এর উদ্যোগে ২০১৯-২০ রোপন মৌসুমের আখ রোপণের শুভ উেেদ্বাধন উপলক্ষে চাষীদের নিয়ে শনিবার  মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। জয়পুরহাট সুগার মিলের  কৃষি বিভাগের উদ্যোগে সদর সাবজোনের খনঞ্জপুরে কৃষক এমদাদুুল হক এর  জমিতে সরাসরি আখ রোপণের মাধ্যমে শুভ উদ্বোধন কারেন প্রধান অতিথি মিলের ব্যাবস্থাপনা পরিচালক আনোয়ার হোসেন অকান্দ, বিশেষ অতিথি বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের মহাব্যাবস্থাপক (ফিন্ড রিসার্চ) শাহাজ্জত আলী খান। বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত  মহাব্যাবস্থাপক (কৃষি) মজিবুর রহমান বিশ্বাস, শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সভাপতি আলী আকতার, সাধারণ সম্পাদক খোরশেদ আলম , বিশিষ্ট আখ চাষি  ইউপি চেয়ারম্যান আতাউর রহমান, খাজা নাজিমউদ্দিন, মাহমুদ আলী মাস্টার ও আব্দুুল হান্নান চৌধুরী প্রমুখ। মতবিময় সভা শেষে মিল জোন এলাকার ৮টি স্থানে বিভিন্ন কৃষকের জমিতে এসটিপি পদ্ধতিতে, সাথি ফসলের সাথে এবং  সরাসরি আখ রোপন কার্যক্রমে অংশগ্রহণ করেন মিলের ব্যবস্থাপনা পরিচালক ও করপোরেশনের মহাব্যবস্থাপক (ফিন্ড রিসার্চ) সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

অনলাইন আপডেট

আর্কাইভ