রবিবার ১৯ মে ২০২৪
Online Edition

মাটি ও মানুষের কবি মোশাররফ হোসেন খান

পরিচয় সংস্কৃতি সংসদ এর আয়োজনে রাজশাহীস্থ পরিচয় মিলনায়তনে পরিচয়ের ১৭৯তম সাহিত্য আসরে কবি মোশাররফ হোসেন খানের জন্মদিন পালিত হয়। কবি ও সমাজবিজ্ঞানী প্রফেসর ড. আবদুর রহমান সিদ্দিকীর সভাপতিতে অনুষ্ঠানে টেলিকনফারেন্সে বক্তব্য রাখেন আশির দশকের অন্যতম কবি মোশাররফ হোসেন খান। অতিথি হিসেবে আলোচনা রাখেন অ্যালবাম সম্পাদক কবি মনজু রহসান, পরিচয় সংস্কৃতি সংসদ এর সভাপতি কবি ও গবেষক ড. মাহফুজুর রহমান আখন্দ, অক্ষর সম্পাদক কবি মুকুল কেশরী, অর্নিবাণ সম্পাদক কবি জামাল দ্বীন সুমন, ছায়া সম্পাদক কবি সোহেল মাহবুব প্রমুখ। আলোচকগণ বলেন, বাংলাভাষার অন্যতম কবি মোশাররফ হোসেন খান। তাঁর কবিতায় উঠে এসেছে মাটি, মানুষ এবং জীবনের নানাবিধ অনুসঙ্গ। তরুণদের প্রেরণার অন্যতম উৎস তাঁর কবিতা।
কবি জসিমউদ্দিন বিজয়ের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন পরিচয় সংস্কৃতি সংসদের সাধারণ সম্পাদক কথাশিল্পী মাতিউর রাহমান। অনুষ্ঠানে অতিথিবৃন্দ ছাড়াও স্বরচিত কবিতা পাঠ করেন কবি এরফান আলী এনাফ, সাবের রাহী, আমিন মোহাম্মদ, আমিনা খাতুন লাইলী, মুহা. জোহরুল ইসলাম, এ বি সিদ্দিক, সরকার নজরুল ইসলাম, রফিক আযম, শফিকুল ইসলাম শাফিক, শাহানা ইয়াসমিন মুক্তা, সেলিনা পারভীন রুমা, মোস্তফা ফেরদৌস হাজরা, শরিফ জামিল, ইমরান সাজিদ, সুলতানা জাকিয়া, প্রমূখ। অনুষ্ঠানে গান পরিবেশন করেন শিল্পী সোয়েব আলী, রহিসুল ইসলাম প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

অনলাইন আপডেট

আর্কাইভ