রবিবার ১২ মে ২০২৪
Online Edition

সমস্যা জর্জরিত দেশবাসীর মনে শান্তি নেই -মকবুল আহমাদ

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর মকবুল আহমাদ পবিত্র ঈদুল আযহা উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়ে বিবৃতি দিয়েছেন।
গতকাল শনিবার দেয়া বিবৃতিতে তিনি বলেন, কুরবানির মহান আদর্শ নিয়ে পবিত্র ঈদুল আয্হা আমাদের দ্বারে সমাগত। এ ঈদ আমাদের সার্বিক ত্যাগের শিক্ষা দেয়। মুসলমানদের নিকট ঈদুল ফিতর ও ঈদুল আয্হা- এ দু’টি ঈদই আনন্দের দিন। এ দু’ঈদে মানুষ সকল ভেদাভেদ, হিংসা, বিদ্বেষ ভুলে গিয়ে পরস্পর পরস্পরের নিকটবর্তী হয় এবং ঈদগাহে গিয়ে নামাজ আদায় করে। দু’টি ঈদ আমাদেরকে শুধু আনন্দই দেয় না, মানুষে মানুষে ভেদাভেদ ও অনৈক্য ভুলে গিয়ে পরস্পরকে ভ্রাতৃত্ব, সম্প্রীতি এবং সৌহার্দ্যরে বন্ধনে আবদ্ধ করে সামাজিক বন্ধনকে সুদৃঢ় করে। ঈদ আমাদের ব্যক্তিগত, সামাজিক ও জাতীয়ভাবে ঐক্যের বন্ধন শক্তিশালী করে।
তিনি বলেন, ঈদুল আযহা মানুষকে ত্যাগ ও কুরবানির আদর্শে উজ্জীবিত করে সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক বৈষম্য এবং শোষণ দূর করে একটি শোষণমুক্ত ইনসাফ ভিত্তিক সমাজ গঠনের জন্য ত্যাগ স্বীকারে অনুপ্রেরণা দেয়। আমরা যদি ত্যাগের আদর্শে উদ্বুদ্ধ হয়ে সকলেই বাস্তবজীবনে ইসলামী আদর্শ অনুসরণ করে সমাজে ন্যায় ও ইনসাফ কায়েম করতে পারি তাহলেই আল্ল¬াহর সন্তুষ্টি অর্জন করা সম্ভব হবে।
তিনি আরো বলেন, হযরত ইব্রাহিম (আঃ) ও তাঁর স্ত্রী বিবি হাজেরা এবং তাদের প্রিয় পুত্র হযরত ইসমাইল (আঃ) ত্যাগের যে মহান আদর্শ স্থাপন করে গিয়েছেন সেইভাবে আমরাও যদি আল্লাহর দ্বীনের জন্য নিজেদের প্রিয়বস্তু, ধন-সম্পদ কুরবানি করার জন্য প্রস্তুত হতে পারি তাহলেই আমাদের কুরবানি স্বার্থক হবে।
মকবুল আহমাদ বলেন, জাতি এমন এক সময় পবিত্র ঈদুল আযহা উদযাপন করতে যাচ্ছে যখন গোটা দেশে অসংখ্য মানুষ ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে কষ্ট পাচ্ছে এবং প্রায় শতাধিক লোক ইন্তিকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহে রাজীঊন)। তাদের পরিবারে ঈদের আনন্দ নেই। যারা ইন্তিকাল করেছেন তাদের রূহের মাগফিরাত কামনা করছি এবং তাদের পরিবার-পরিজন ও ডেঙ্গু জ্বরে আক্রান্তদের প্রতি আমি গভীর সমবেদনা জানিয়ে অসুস্থদের দ্রুত আরোগ্য কামনা করছি এবং ডেঙ্গুজ্বরের কবল থেকে দেশবাসীকে রক্ষার জন্য আল্লাহর কাছে দোয়া করছি।
তিনি বলেন, দেশে রাজনৈতিক, অর্থনৈতিক ও সাংবিধানিক সংকট চলছে। সারা দেশে সরকারী দলের নেতা-কর্মীরা আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতায় সন্ত্রাস, চাঁদাবাজী, হত্যা, গুম ও বিশৃঙ্খলা সৃষ্টি করে দেশে সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছে। বর্তমানে দেশে এক নৈরাজ্যজনক অবস্থা বিরাজ করছে। বর্তমানে সমস্যা জর্জরিত দেশবাসীর মনে শান্তি নেই।
জামায়াত আমীর বলেন, পবিত্র ঈদুল আযহার পূর্ব মুহূর্তে জম্মু-কাশ্মীরের মুসলমানদের উপর ভারত সরকার চরম জুলুম-নির্যাতন চালাচ্ছে। ভারতের জুলুম-নির্যাতন-নিপীড়ন থেকে তাদের রক্ষা করার জন্য এবং পবিত্র মক্কায় হজ্জব্রত পালন করতে গিয়ে সম্প্রতি যারা ইন্তিকাল করেছেন তিনি তাদের জান্নাতুল ফিরদৌসে দাখিল করার জন্য আল্লাহ সুবহানাহু তায়ালার নিকট দোয়া করেন ও তাদের শোক সন্তপ্ত পরিবার-পরিজনদের প্রতি গভীর সমবেদনা জানান।
পরিশেষে ঈদুল আয্হা উপলক্ষে তিনি দেশবাসী সকলকে আন্তরিক শুভেচ্ছা জানান এবং মহান আল্লাহর দরবারে দোয়া করেন, তিনি যেন আমাদের সবাইকে সুন্দর পরিবেশে ঈদুল আয্হা উদ্যাপন করার ও এ ঈদের শিক্ষা বাস্তব জীবনে ধারণ করার তাওফিক দান করুন।

অনলাইন আপডেট

আর্কাইভ