রবিবার ১৯ মে ২০২৪
Online Edition

খরা থেকে বাঁচাতে ১০০০ বন্যপ্রাণী বিক্রি করছে নামিবিয়া

১৮ জুন, ডেইলি হান্ট : ভয়াবহ খরা চলছে নামিবিয়ায়। একদিকে চলছে তীব্র দাবদাহ, অন্যদিকে পানির অভাব দেশটিতে প্রতিদিন মারা যাচ্ছে অসংখ্য পশু-পাখি। গত এপ্রিলে প্রকাশিত নামিবিয়ার কৃষি মন্ত্রণালয়ের  প্রতিবেদন অনুযায়ী, খরার কারণে প্রায় ৬৩ হাজার ৭০০ পশু-পাখি মারা গেছে দেশটিতে।

তাই খরার প্রকোপ থেকে বাঁচাতে প্রায় ১০০০ বন্যপ্রাণী নিলামে তোলার সিদ্ধান্ত নিয়েছে সেদেশের প্রশাসন। সিদ্ধান্ত অনুযায়ী, নিলামে তোলা হয়েছে ১৫০টি স্প্রিং বক, ২৮টি চিতল হরিণ, ৩৫টি ইল্যান্ড, ৬০০টি মহিষ, ৬৫টি অরিক্স, ৬০টি জিরাফ এবং ১৬টি কুডুকে। নামিবিয়া প্রশাসনের লক্ষ্য বন্যপ্রাণীগুলো  নিলামে বিক্রি করে অন্তত ১১ লাখ ডলারের তহবিল গড়ে তোলা। এই অর্থ বন্যপ্রাণী সংরক্ষণ আর সুরক্ষিত অভয়ারণ্য গড়ে তোলার কাজে ব্যয় করা হবে।

নামিবিয়া পরিবেশ মন্ত্রণালয়ের একজন মুখপাত্র বলেন, বন্যপ্রাণী বাঁচাতেই বন্যপ্রাণী নিলামের পথে পা বাড়াতে হলো প্রশাসনকে। এ জন্য বিভিন্ন দেশের একাধিক বিনোদন পার্ক আর অভয়ারণ্য কর্তৃপক্ষের সঙ্গে ইতিমধ্যে যোগাযোগ করা হয়েছে নামিবিয়া প্রশাসনের পক্ষ থেকে।

অনলাইন আপডেট

আর্কাইভ