রবিবার ১৯ মে ২০২৪
Online Edition

কাশ্মীরে ৪ ভারতীয় সৈন্যসহ ৬ জন নিহত

১৮ জুন, হিন্দুস্তান টাইমস, এনডিটিভি : ভারতের জম্মু ও কাশ্মীর রাজ্যে নিরাপত্তা বাহিনীর সঙ্গে গোলাগুলিতে দুই স্বাধীনতাকামী ও ভারতীয় সেনাবাহিনীর এক সৈন্য নিহত হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে রাজ্যের অনন্তনাগ জেলায় এ ঘটনা ঘটেছে। পুলিশ জানিয়েছে, ঘটনাস্থলের একটি ভবনে আরও একজন  লুকিয়ে আছে বলে তাদের বিশ্বাস।

কিছু স্বাধীনতাকামী ওই এলাকায় লুকিয়ে থাকতে পারে, এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অনন্তনাগের ঘটনাস্থলে অভিযান শুরু করে ভারতীয় নিরাপত্তা বাহিনী। অভিযানের এক পর্যায়ে বিচ্ছিন্নতাবাদীরা অভিযানরত বাহিনীর দিকে গুলি ছুড়লে দুপক্ষের মধ্যে গোলাগুলি শুরু হয়ে যায়।

শেষ খবর পাওয়া পর্যন্ত গোলাগুলি অব্যাহত ছিল। এ ঘটনার আগের দিন সোমবার রাজ্যটির পুলওয়ামা জেলায় রাষ্ট্রীয় রাইয়েফেলের একটি গাড়ি লক্ষ্য করে বোমা বিস্ফোরণ ঘটানো হয়। ওই হামলায় আধা-সামরিক বাহিনীটির ছয় সেনা ও দুই বেসামরিক আহত হয়। পরে হাসপাতালে আহত দুই সেনার মৃত্যু হয়।

অনলাইন আপডেট

আর্কাইভ