বুধবার ২২ মে ২০২৪
Online Edition

থানায় থানায় শ্রমিক কল্যাণের ঈদ সামগ্রী বিতরণ ধনীদের সুবিধা বঞ্চিতদের পাশে দাঁড়ানোর আহ্বান

বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ও চট্টগ্রাম মহানগরীর সেক্রেটারি এস এম লুৎফর রহমান বলেছেন, অভাব অনটন দেশের মানুষকে কুড়ে কুড়ে খাচ্ছে। শ্রমিকরা বেতন পাচ্ছে না, কৃষকরা ধানের মূল্য পাচ্ছে না, বেকারদের আহাজারীতে দেশে হাহাকার চলছে। এ অবস্থায় মানুষের দুমুটো খেয়ে রোজা পালন করা সম্ভব হচ্ছে না।
তিনি বলেন, ঈদ মুসলিম জাতির জন্য মহাখুশির দিন অথচ সুবিধা বঞ্চিতদের ঈদ উদযাপন করা কঠিন হয়ে পড়ছে। তাই ধনীদের উচিত সুবিধা বঞ্চিত শ্রমিকদের ঈদ উদযাপনে সহযোগিতা করা। তিনি ধনীদেরকে সুবিধা বঞ্চিত শ্রমিকদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।
তিনি গতকাল সকালে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন চট্টগ্রাম মহানগরীর উদ্যোগে সুবিধা বঞ্চিত শ্রমিকদের মাঝে ঈদ সামগ্রী বিতরণকালে এসব কথা বলেন। চট্টগ্রাম মহানগরীর প্রতিটি থানায় এ কার্যক্রম পরিচালনা করা হয়। সংশ্লিষ্ট থানা সভাপতির মাধ্যমে এ কার্যক্রম পরিচালিত হয়। বিতরণকালে আরো উপস্থিত ছিলেন মহানগরীর সহ-সেক্রেটারী মকবুল আহমদ, নগর অফিস সম্পাদক মুহাম্মদ নুরুন্নবী প্রমুখ।

অনলাইন আপডেট

আর্কাইভ