শুক্রবার ১৭ মে ২০২৪
Online Edition

এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জিতলো বাংলাদেশ অনূর্ধ্ব-১৬

স্পোর্টস রিপোর্টার: পাকিস্তান অনূর্ধ্ব-১৬ বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজে গতকাল দ্বিতীয় ম্যাচে ১৭ রানে জিতেছে বাংলাদেশ। এর আগে এই মাঠেই ৮৯ রানের জয় পায় জুনিয়র টাইগাররা। ফলে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করলো এই ক্ষুদে ক্রিকেটাররা।

এর আগে খুলনার খান সাহেব উসমান আলী স্টেডিয়ামে টসে জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। নির্ধারিত ৫০ ওভার শেষে ৭ উইকেট হারিয়ে ২৫৯ রান সংগ্রহ করে তারা। মুফিজুল ইসলাম রবিন ৬৯, আইচ মোল্লা ৫২, মাহফুজুর রহমান রাব্বি ৪৪, রিয়াদ খান ৩২ ও সাকিব শাহরিয়ার ২৪ রানে এই পুঁজি দাঁড় করায় জুনিয়র টাইগাররা। পাকিস্তানের হয়ে দুটি করে উইকেট পেয়েছেন আসের মুঘল এবং আলিয়ান মাহমুদ ও উমর ইমান এবং ফরহাদ খান একটি করে উইকেট শিকার করেছেন। জবাবে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ২৪২ রানে থামে পাকিস্তানের ইনিংস। দলের হয়ে সর্বোচ্চ রান করেন সামীর সাকিব ৫৫, মোহাম্মদ ওয়াকাস ৩৮, উমর ইমাম ৩৬, কাসিফ আলী ২৮ ও হাসিবুল্লাহ ২৫ রান করেন। বাংলাদেশের হয়ে রাব্বি ৩টি, আশিকুর রহমান ২টি ও মুশফিক, আজিজুল হাকিম এবং আইচ ১টি করে উইকেট তুলে নেন। উল্লেখ্য, তিন দিনের টেস্ট সিরিজ জয়ের পর ওয়ানডে সিরিজও জিতে নিলো টাইগাররা।

অনলাইন আপডেট

আর্কাইভ