শুক্রবার ১৭ মে ২০২৪
Online Edition

আফ্রিদির আত্মজীবনীমূলক বই ‘গেম চেঞ্জার’ আজ আসছে

ক্রীড়া জগতের অনেক তারকাই আত্মজীবনীমূলক বই লিখেছেন। সেটি ক্রিকেট, ফুটবল, টেনিস, কুস্তি, হকি কিংবা কাবাডির অনেক খেলোয়াড়ের রয়েছে আত্মজীবনীমূলক বই। এমনই আত্মজীবনীমূলক বই লিখকের তালিকায় নতুন করে যুক্ত হলেন এক পাকিস্তানি ক্রিকেটার শহীদ আফ্রিদী। পিতা-মাতা নাম রেখেছেন সাহেবজাদা মোহাম্মদ শহীদ খান আফ্রিদী। ক্রিকেটে অসম্ভবকে সম্ভব করাই ছিল তার কাজ। বোলারদের উপর ছড়ি ঘুরিয়ে, এক হাতে চেঞ্জ করে দিতেন খেলার চেহারা। ব্যক্তিগত জীবনেও আফ্রিদি অনেক সফল মানুষ। সেই আলোকেই ক্রিকেটীয় এবং ব্যক্তিগত জীবনের ধরণের সাথে মিল রেখে আত্মজীবনীর নামটাও রেখেছেন, ‘গেম চেঞ্জার’। ভক্তকূল আজ ৩০ এপ্রিল থেকে প্রিয় খেলোয়াড়ের আত্মজীবনী ‘গেম চেঞ্জার’ বইটি বাজারে পাবেন। পাকিস্তানের বহুল আলোচিত টিভি উপস্থাপক ও সম্প্রচারকর্মী ওয়াজাহাত খান আত্মজীবনী লেখার কাজে আফ্রিদীকে সহযোগিতা করেছেন। বইটি প্রকাশ করবে বিখ্যাত প্রকাশনা সংস্থা হার্পার কলিন্স। সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, এই মারকুটে ব্যাটসম্যানের অনেক অব্যক্ত কথা প্রকাশ পেতে যাচ্ছে এই বইতে। ইন্টারনেট।

অনলাইন আপডেট

আর্কাইভ