বৃহস্পতিবার ০২ মে ২০২৪
Online Edition

বিয়ের অনুমতি না দেয়ায় রংপুরে শ্বাসরোধে হত্যা

রংপুর অফিস : দ্বিতীয় বিয়ের অনুমতি না দেয়ায় স্ত্রী গোলাপী বেগমকে (২৮) শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে স্বামী নাদের আলী নেন্দুর বিরুদ্ধে। গত রোববার বিকেলে রংপুরের কাউনিয়া উপজেলার হারাগাছ চরচতুরা গ্রামে এ হত্যাকান্ডের ঘটনা ঘটে। ঘটনার পর থেকে নাদের আলী নেন্দু গা ঢাকা দিয়েছে। এদিকে হত্যাকান্ডে জড়িত সন্দেহে পুলিশ দুজনকে আটক করেছে। রংপুর মেট্রোপলিটন পুলিশের হারাগাছ থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সহকারী পুলিশ কমিশনার রাজিফুজ্জামান বসুনিয়া রাজিব জানান, প্রায় ১২ বছর পূর্বে মৃত গোলাম মামুদের মেয়ে গোলাপী বেগমের সঙ্গে চরচতুরা গ্রামের মৃত মনির উদ্দিনের ছেলে নাদের আলী ওরফে নেন্দুর (৪০) বিয়ে হয়। কিছুদিন ধরে স্বামী নাদের আলী নেন্দু দ্বিতীয় বিয়ে করার জন্য অনুমতি চেয়ে স্ত্রী গোলাপীর কাছে কাগজে স্বাক্ষর চায়। তিনি জানান, এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া বিবাদও হয়। রোববার বিকেলে আবারও স্ত্রীর কাছে দ্বিতীয় বিয়ের জন্য অনুমতি চেয়ে কাগজে স্বাক্ষর চাইলে অসম্মতি জানান স্ত্রী গোলাপী। এতে স্বামী নাদের আলী নেন্দু ক্ষিপ্ত হয়ে স্ত্রী গোলাপীকে শ্বাসরোধ করে হত্যা করে। পরে স্থানীয় লোকজনের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহত গোলাপীর মরদেহ উদ্ধারসহ হত্যাকান্ডে জড়িত সন্দেহে দুইজনকে আটক করে। তবে তদন্তের স্বার্থে আটক দুজনের নাম প্রকাশ করেননি তিনি। নিহতের মরদেহ ময়না তদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগে পাঠানো হয়েছে। এ ঘটনায় সোমবার সকালে একটি মামলা হয়েছে। রংপুর মেট্রোপলিটন পুলিশের সহকারী পুলিশ কমিশনার (হারাগাছ থানা) রাজিফুজ্জামান  বসুনিয়া জানান, নিহত গৃহবধূ গোলাপী বেগমের গলায় দাগের চিহ্ন রয়েছে। তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

অনলাইন আপডেট

আর্কাইভ