বুধবার ০১ মে ২০২৪
Online Edition

ছড়া

বাংলাদেশের রূপ

আহসান উল্লাহ

 

নীল সবুজের হাট, নদীর খেয়া ঘাট,

বাংলাদেশের রূপ।

শান্ত নদীর জল, করছে টলমল,

বইছে চুপি চুপ ॥

 

পাতিহাঁসের ছানা, মেলছে দুটি ডানা,

দিচ্ছে জলে ডুব।

নূপুর পায়ে মেয়ে, যায়রে গান গেয়ে,

ভাব দেখিয়ে খুব ॥

 

হলদে রঙের টুনি, আপন বাসা বুনি,

সাজায় রঙের ছোপ।

ফুটছে ফুলের মেলা, প্রজাপতির খেলা,

আহা! লাগছে অপরূপ ॥

 

ফোকলা দাঁতে খুকি,  দিচ্ছে কেবল উঁকি,

খাচ্ছে শুধুই স্যুপ।

গাঁও গেরামের ছবি, লিখছে বসে কবি,

বাংলাদেশের রূপ ॥

 

রক্তে কেনা স্বাধীনতা 

কাব্য কবির

 

বুকের তাজা রক্ত দিয়ে স্বাধীনতা কেনা,

দেশের জন্য প্রাণ দিলো হাজার মুক্তিসেনা।

দেশকে স্বাধীন করার জন্য যুদ্ধ করতে গেলো,

যুদ্ধ করে মুক্তিসেনা ফিরে আর না এলো।

 

শত্রুর গুলীতে ঝাঁঝরা হলো ওদের সারা বুক,

আর পেলনা দেখতে ওরা মা- জননীর মুখ।

ওদের রক্তের ঘ্রাণ আজও বাতাসেতে ভাসে,

দেশের জন্য প্রাণ দিয়ে মরেও ওরা হাসে।

 

ওদের জন্য আকাশ কাঁদে, কাঁদে বাংলার মাটি,

শহীদদের রক্ত যেন সোনার থেকে ও খাঁটি।

 

 

স্বাধীনতার ছড়া

মুহাম্মাদ আলী মজুমদার

  

স্বাধীন দেশে জন্ম আমার 

স্বাধীনভাবে চলি

আমার মনের সকল কথা 

স্বাধীনভাবে বলি।

 

স্বাধীন দেশে জন্ম নিয়ে 

গর্বে ফুলে বুক

স্বাধীনভাবে ঘুরি-ফিরি

নেই মনে ধুকপুক ।

 

রক্ত দেবো, জীবন দেবো 

স্বাধীনতার তরে

স্বাধীনদেশের এই পতাকা

রাখব উঁচু করে।

 

 

আঁকছে খোকা 

মোহাম্মদ নূর আলম গন্ধী

 

আঁকছে খোকা মাঠ ও ঘাট

আঁকছে প্রজাপতি

আঁকছে খোকা বন-বনানী

আঁকছে দ্রুত অতি।

 

আঁকছে খোকা পাহাড় নদী

আঁকছে খাল ও বিল

আঁকছে খোকা যতেœ অতি

দূর আকাশের নীল।

 

আঁকছে খোকা মনের মতো

আঁকছে নানান রঙে

আঁকছে খোকা দেশ ও মাটি

আঁকছে হরেক ঢঙে।

 

নামাজ পড়ি 

জিল্লুর রহমান পাটোয়ারী

 

ওজু করি নামাজ পড়ি,

মসজিদে যাই চল -

ঈমান আমল শক্ত করি,

বুকে রাখি বল।

 

পাঁচ কলেমার জিকির করি, 

নবীর পথে চলি -

ধন্য হবে সবার জীবন,

সত্য কথা বলি।

 

খোদার দেওয়া বিধানগুলো,

সবাই মেনে চলি -

দূর করে দেই মনের কালিমা,

সত্য মুখে বলি।

 

নামাজ পড়লে খোদার রহম,

আসবে সবার ঘরে -

দু'হাত তুলে  দয়া চাহি,

দয়াল খোদার তরে ।

 

লাল-সবুজের এই পতাকা

মোঃ আরিফ হোসেন

 

লাল-সবুজের এই পতাকা

নিরব ভাষায় বলে,

বীর-শহীদের জন্য আমার

বুকটা খুবই জ্বলে । 

 

আমার ছবি আঁকতে শুধু

জীবন তাঁরা দিলো,

এক হয়ে সব দামাল ছেলে

অস্ত্র হাতে নিলো । 

 

জীবননাশের ভয় করেনি

সামনে গেলো হেঁটে,

পাক-হানাদের ধ্বংস করে

আঁধার দিলো কেটে । 

 

অগ্নিঝরা মার্চ

মোঃ ছিদ্দিকুর রহমান

অগ্নিঝরা ছাব্বিশে মার্চ 

স্বাধীনতা আসে,

রক্তে লালে বৃত্ত আঁকা

পতাকাটি হাসে।

শহীদানের রক্তে লাগা

স্মৃতি আজো আছে,

জাতীয়তার স্বীকৃতিতে

উড়ছে সারাদেশে।

সন্তান হারা মায়ের চোখে

আজো স্মৃতি ভাসে,

রক্তে লাল পতাকায় যেন

খোকা আজো হাসে।

স্বাধীনতা পেয়ে ও মায়ের 

অশ্রু গড়ায় বেয়ে,

সবুজে লালের বৃত্তপানে

মা, আজো কাঁদে চেয়ে।

অনলাইন আপডেট

আর্কাইভ