শনিবার ১৮ মে ২০২৪
Online Edition

সংক্ষিপ্ত সংবাদ

গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) সংবাদদাতা: চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে জেলা তথ্য অফিসের উদ্যোগে প্রেস ব্রিফিং ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত এ প্রেস ব্রিফিংয়ে সভাপতিত্ব করেন জেলা তথ্য অফিসার ওয়াহিদুজ্জামান। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার শিহাব রায়হান। এ সময় গোমস্তাপুর উপজেলায় কর্মরত গণমাধ্যমকর্মীরাও উপস্থিত ছিলেন। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা অফিসার আবুল বাশার শামসুজ্জামান, উপজেলা প্রেসক্লাবের সভাপতি আতিকুল ইসলাম আজম প্রমুখ।

স্মরণ সভা ও দোয়া মাহফিল 

জয়পুরহাটের বিশিষ্ট ব্যবসায়ী জয়পুরহাট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির এর সিনিয়র সহ-সভাপতি কিষাণ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মরহুম জিয়াউল হক জিয়ার মাগফিরাত কামনায় স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। জয়পুরহাট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির উদ্যোগে মঙ্গলবার দুপুরে চেম্বার ভবনে চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি  আব্দুল হাকিম মন্ডলের সভাপতিত্বে স্বরন সভায় বক্তব্য রাখেন সাবেক পৌর মেয়র আব্দুল আজিজ মোল্লা, চেম্বার পরিচালক আনোয়ারুল হক আনু, বেলায়েত হোসেন লেবু, চেম্বার সদস্য ডা: মাহবুব হাফিজ, কাশেম ঢালি, মাসুদ রানা প্রধান, কবির আকবর চৌধুরী তাজ, মরহুমের ভাতিজা আইনুল হক রুশো প্রমুখ।

কম্পিউটার প্রশিক্ষণ

পাঁচবিবি (জয়পুরহাট): পাঁচবিবিতে মাধ্যমিক স্কুল ও মাদ্রাসা প্রধানদের নিয়ে ১ দিনের কম্পিউটার প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। ১৯ মার্চ সকালে উপজেলা পরিষদের আয়োজনে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ পাঁচবিবি এডিপির সহযোগিতায় পরিষদ মিলনায়তনে কম্পিউটার প্রশিক্ষণের উদ্বোধনী ও সমাপনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রভাষক মোস্তাফিজুর রহমান, ভাইস চেয়ারম্যানদ্বয় দৌলতুন নাহার দোলন ও জিয়াউল ফেরদৌস রাইট, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা টিএম আঃ হামিদ, ধুরইল উচ্চ বিদ্যালয়ের প্রধানশিক্ষক সোহরাব হোসেন চৌধুরী, মহব্বতপুর আমিনীয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার উপাধ্যক্ষ মাওঃ গোলাম কিবরিয়া, বড়মানিক উচ্চ বিদ্যালয়ের প্রধানশিক্ষক আইনুল হক প্রমুখ।

ক্রীড়া প্রতিযোগিতা

সিরাজদিখান (মুন্সীগঞ্জ): মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার চিত্রকোট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা ও বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয়েছে। গত মঙ্গলবার দুপুর ১২ টায় বিদ্যালয় প্রাঙ্গনে এ অনুষ্ঠানের আয়োজন করে বিদ্যালয় পরিচালনা কমিটি।

অনলাইন আপডেট

আর্কাইভ