শনিবার ১৮ মে ২০২৪
Online Edition

নিউজিল্যান্ডে মসজিদে হামলার প্রতিবাদে খুলনায় ছাত্রশিবিরের বিক্ষোভ

খুলনা অফিস : নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্জ জামে মসজিদে নামাজরত অবস্থায় খ্রিস্টান জঙ্গীগোষ্ঠী দ্বারা অর্ধশতাধিক মুসুল্লী হত্যার প্রতিবাদে ছাত্রশিবির খুলনা মহানগর শাখা নগরীতে বিক্ষোভ মিছিল করেছে। সোমবার সকালে শহরের ময়লাপোতা মোড় থেকে মিছিলটি শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আমতলায় এসে সমাবেশ করেছে। বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে বক্তব্য রাখেন, ছাত্রশিবির খুলনা মহানগর শাখার সভাপতি শাহরিয়ার ফয়সাল, সেক্রেটারি মুশাররফ আনসারী, খুলনা জেলা উত্তরের সভাপতি তৌহিদুর রহমান। এছাড়া আরো উপস্থিত ছিলেন আব্দুল আউয়াল, আব্দুল কাদের, ফাইজুল ইসলাম, তাওহিদুর রহমান, আ. রহমান, ওবায়দুর রহমান, সোলায়মান হোসেন, জাহিদুর রহমান নাঈম, হেলাল হোসেন, মুয়িজ, মুসা কালিমুল্লাহ, মুহায়মিনুন প্রমুখ। বক্তারা নামাজরত মুসল্লীদের ওপর নৃশংস হামলা এবং হত্যাকান্ডের ঘটনায় তীব্র নিন্দা জানান। একইসাথে দৃষ্টান্তমূলক শাস্তি ও জাতিসংঘের অধীনে নিরপেক্ষ তদন্তের দাবি জানান।

অনলাইন আপডেট

আর্কাইভ