শনিবার ১৮ মে ২০২৪
Online Edition

বি.আই.ইউ-এর ২৩তম একাডেমিক কাউন্সিল সভা অনুষ্ঠিত

বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয় ২৩তম একাডেমিক কাউন্সিল সভা অনুষ্ঠিত হয় গতকাল বিশ্ববিদ্যালয় স্থায়ী ক্যাম্পাস বোর্ড রুমে। ভারপ্রাপ্ত ভাইস-চ্যান্সেলর, কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডীন অধ্যাপক শের মোহাম্মদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও বোর্ড অফ ট্রাস্টিজের মাননীয় চেয়ারম্যান অধ্যক্ষ কামালুদ্দীন আব্দুল্লাহ জাফরী, সাবেক প্রধান নির্বাচন কমিশনার বিচারপতি মোহাম্মদ আব্দুর রউফ, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এম. ইউসুফ আলী, বোর্ড অব ট্রাস্টিজের ভাইস-চেয়ারম্যান প্রফেসর ড. এ.এন.এম. রফিকুর রহমান, প্রফেসর ফজলে আজীম, আইন অনুষদের ডীন প্রফেসর ড. এ.বি.এম. মাহবুবুল ইসলাম, ব্যবসায় শিক্ষা অনুষদের ভারপ্রাপ্ত ডীন ও ব্যাবসায়  প্রশাসন বিভাগের +চেয়ারম্যান প্রফেসর ড. মোহাম্মাদ আরশেদ আলী মাতুব্বর, আমন্ত্রিত সদস্য হিসেবে উপস্থিত ছিলেন, বোর্ড অব ট্রাস্টিজের মেম্বার সেক্রেটারি ও ডিরেক্টর প্লানিং এ্যান্ড ডেভেলপমেন্ট সাইয়েদ শহিদুল বারী ও ডেপুটি রেজিস্ট্রার মোঃ মোরশেদুর রহমান, সভায় সদস্য সচিব ছিলেন, রেজিস্ট্রার মোঃ আব্দুল মোনাফ পাটোয়ারী। প্রেস বিজ্ঞপ্তি।

অনলাইন আপডেট

আর্কাইভ