রবিবার ১২ মে ২০২৪
Online Edition

৬ মুসল্লিকে হত্যায় কানাডীয় যুবকের যাবজ্জীবন

৯ ফেব্রুয়ারি, বিবিসি : দুই বছর আগে কিবেক শহরের একটি মসজিদে ঢুকে নির্বিচারে গুলী চালিয়ে ৬ মুসল্লিকে হত্যা ও আরও ৫জনকে গুরুতর আহত করার দায়ে এক যুবককে যাবজ্জীবন কারাদ- দিয়েছে কানাডার আদালত।

সাজাপ্রাপ্ত ২৯ বছর বয়সী আলেক্সান্দ্রে বিসোনেতে কারাগারে ৪০ বছর কাটানোর আগে প্যারোলে মুক্তির জন্য বিবেচিত হবেন না বলে জানিয়েছে বিবিসি। 

সরকারি কৌঁসুলিরা অভিযুক্ত এ যুবকের দেড়শ বছরের কারাদ- চেয়েছিলেন। বিচারক ফ্রাঙ্কো হুট রাজি হলে এটিই হত কানাডায় কোনো অপরাধীকে দেওয়া সর্বোচ্চ কারাদ-। 

রায়ে কিবেকের সর্বোচ্চ আদালতের এ বিচারক বলেছেন, “সাজা কখনোই প্রতিহিংসাপরায়ন হতে পারে না।”

কানাডার আইনে খুনির যাবজ্জীবন ও ২৫ বছরের আগে শর্তাধীনে মুক্তি (প্যারোল) না দেওয়ার বিধান রয়েছে। 

দুই বছর আগে, ২০১৭ সালের ২৯ জানুয়ারি রাতে বিসোনেতে কিবেকে ইসলামিক কালচারাল সেন্টারে ঝড়ের বেগে প্রবেশ করে নির্বিচারে গুলী চালান। এ ঘটনায় নামাজ পড়তে আসা ৬ ব্যক্তি নিহত ও আরও অন্তত ৫জন গুরুতর আহত হন। 

আহতদের মধ্যে আয়মান দেরবালি নামে একজন এখন পক্ষাঘাতগ্রস্ত বলে জানিয়েছে বিবিসি।  

 গ্রেপ্তার বিসোনেতে ২০১৭ সালের মার্চেই নিজের অপরাধ স্বীকার করে নেন। 

“যা করেছি তার জন্য লজ্জিত আমি, আমি সন্ত্রাসী নই, ইসলামভীতিও নেই আমার,” বলেছিলেন তিনি। 

বিসোনেতে পূর্বপরিকল্পিতভাবেই ওই হামলা চালিয়েছিলেন বলে রায়ে জানান বিচারক ফ্রাঙ্কো। সাজা দেওয়ার ক্ষেত্রে কানাডীয় এ যুবকের মানসিক স্বাস্থ্যের বিষয়টিও বিবেচনায় নেওয়া হয়েছে, বলেছেন তিনি।

অনলাইন আপডেট

আর্কাইভ