রবিবার ১২ মে ২০২৪
Online Edition

ডাকসু নির্বাচন ২৮ বছর ধরে না হওয়া দুঃখজনক -তোফায়েল

স্টাফ রিপোর্টার: আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও ডাকসুর সাবেক ভিপি তোফায়েল আহমেদ বলেছেন, ডাকসু নির্বাচন বিগত ২৮ বছর ধরে না হওয়া দুঃখজনক। গতকাল মঙ্গলবার একটি গণমাধ্যমের আয়োজনে ‘ডাকসু নির্বাচন: প্রত্যাশা ও বাস্তবতা’ শীর্ষক বৈঠকে তিনি এ কথা বলেন।
আওয়ামী লীগের এই নেতা বলেন, ‘ডাকসু নির্বাচন বিগত ২৮ বছর যাবৎ অনুষ্ঠিত হয়নি। ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) নেতা তৈরির কারখানা। সেখানে নির্বাচন না হওয়া দুঃখজনক।
তিনি বলেন, সেখানে একসময় আমরা ছাত্র রাজনীতি করেছি। ছাত্রলীগের সদস্য হিসেবে অনেক পদে অধিষ্ঠিত হয়েছিলাম। ১৯৬৮ সালে আমি ডাকসুর ভিপি নির্বাচিত হয়েছিলাম।
সাবেক বাণিজ্যমন্ত্রী বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতার স্বপ্ন দেখেছিলেন, তিনি স্বপ্ন দেখাতেন। তিনি ছাত্রলীগ প্রতিষ্ঠা করেছিলেন। ছাত্রলীগ প্রতিষ্ঠার মাধ্যমে তিনি স্বাধীনতার বীজ বপন করেছিলেন।
 তোফায়েল আহমেদ বলেন, মানুষ প্রত্যাশা করে, জাতীয় নির্বাচনের পরে শুধু ঢাবি নয়, পাবলিক, প্রাইভেট আরও যেসব শিক্ষাপ্রতিষ্ঠান আছে সেখানেও নির্বাচন হবে। এটি একটি শুভ উদ্যোগ। আমি প্রত্যাশা করি অংশগ্রহণমূলক নির্বাচন হবে।

অনলাইন আপডেট

আর্কাইভ