বুধবার ০১ মে ২০২৪
Online Edition

বাঁশ-বেত পাওয়া যায় না : তাড়াশে কুটির শিল্পের সংকট

তাড়াশ (সিরাজগঞ্জ) থেকে শাহজাহান: প্রয়োজনীয় রক্ষণা বেক্ষণ পরিচর্যা ও রোপন পরিকল্পনার অভাবে সিরাজগঞ্জ জেলার তাড়াশ উপজেলার গ্রাম পল্লিতে কুটির শিল্পের সংকট বাঁশ ও বেত ঝাড় উজাড় হয়ে বিলীনের পথে। ফলে এলাকার বাঁশ বেত নির্ভর শিল্প হারিয়ে যাচ্ছ্ েএ শিল্পের সাথে জড়িত পরিবারগুলো এখন মানবেতর জীবন যাপন করছে । এক সময় তাড়াশ উপজেলার বিস্তীর্ন পল্লিতে বাঁশ ও বেত ঝাড় থাকায় প্রচুর উৎপাদন হত। এই বাঁশ বেতের উপর নির্ভর করে প্রত্যন্ত গ্রামে গড়ে উঠে ছিল অসংখ্য কুটির শিল্প । কিন্তু আগের মতো বাঁশঝাড় বেতঝাড় এখন আর চোখে পড়ে না এ দুষ্পাপ্যতার কারণে একদিকে যেমন গ্রামীন অর্থনীতির চালিকা শক্তি কুটির শিল্প ক্ষতিগ্রস্ত হচ্ছে তেমনি নি:স্ব হচ্ছে সংশ্লিষ্ট পেশাজীবী পরিবার গুলো । সামান্য কারণেই বাঁশ কেটে ফেলার দরুন দিন দিন কুটির শিল্পে সংকট আকার ধারন করেছে । বাঁশ দিয়ে তৈরি হয় কুলা ,ডালা ,টুকরি, কুড়ি চালুন , তালাই, মাছ ধরার বিভিন্ন সামগ্রী, মই, খেলনা ,ও বিভিন্ন সৌখিন দ্রব্য সামগ্রী । এ ছাড়া নিচু এলাকায় কাচা ঘর তৈরি তে বাঁশের খুঁটি বেড়া ইত্যাদি উপকরণ দরকার হয় । আর বেত দিয়ে তৈরি হয় ঢাকি , কাটা, দাড়িপাল্লা, ছোট ছেলে মেয়ে দের বিভিন্ন খেলনা সামগ্রী । সরজমিনে ঘুরে এ শিল্পের কারিগরদের সাথে জড়িত উপজেলার বিন সাড়া ,লাউতা ,গোন্তা চৌড়া নওগা মহিষলুটি, হামকুড়িয়া ,কাজিপুর ,আমবাড়িয়া দোবিলা,গ্রামের অনেকের সাথে কথা বলে জানা যায় আগের বাজারে বাঁশ বেত প্রচুর থাকায় দেশীয় পণ্যের কদর ছিল দাম কম ছিল।

অনলাইন আপডেট

আর্কাইভ