বুধবার ০১ মে ২০২৪
Online Edition

ইউনেক্স-সানরাইজ আন্তর্জাতিক ব্যাডমিন্টন ঢাকায় কাল শুরু

স্পোর্টস রিপোর্টার : ইউনেস্ক-সানরাইজ আন্তর্জাতিক ব্যাডমিন্টনে লড়বেন এলিনা সুলতানা, শাপলা আক্তারের মতো দেশের সেরা শাটলাররাও। ১৩ দেশের প্রায় দেড় শতাধিক শাটলাদের অংশগ্রহনে আন্তর্জাতিক এই টুর্নামেন্ট শুরু হচ্ছে মঙ্গলবার। অংশগ্রহনকারী দলগুলোর বিদেশী শটলাররা ইতিমধ্যেই ঢাকায় এসে পৌঁছেছেন। এদের মধ্যে অস্ট্রেলিয়ার চারজন, আমেরিকার তিনজন, ভারতের ৩৯ জন, ভিয়েতনামের দু’জন, জার্মানির একজন, মালয়েশিয়ার ২০ জন, থাইল্যান্ডের ১২ জন, ইন্দোনেশিয়ার ১৯ জন, শ্রীলংকার ছয়জন, মালদ্বীপের ১৮ জন এবং বাংলাদেশের ১৯ জন। তবে এবারই স্বাগতিকদের সর্বাধিক সংখ্যক শাটলার অংশ নিচ্ছেন বলে জানান ফেডারেশনের সাধারণ সম্পাদক আমির হোসেন বাহার। তিনি বললেন, ‘এবারই আমাদের সর্বাধিক সংখ্যক খেলোয়াড় অংশ নিচ্ছেন। যার মধ্যে ১৯ জন পুরুষ ও আটজন মহিলা শাটলার। র‌্যাংকিংয়ের প্রায় সবাইকেই আমরা সুযোগ দিয়েছি খেলার জন্য। নিজের দেশে টুর্নামেন্ট বলেই কোন কার্পন্য করিনি। আশাকরি সেমিফাইনাল পর্যন্ত যেতে পারবো আমরা।’

উল্লেখ্য ২০১১ সালে এই টুর্নামেন্টে দু’টি ব্রোঞ্জ জিতেছিল বাংলাদেশ। মহিলা দ্বৈতে আখি ও সীমা এবং মিশ্র দ্বৈতে এনায়েত ও এলিনা এই পদক দু’টি এনে দেন। টুর্নামেন্টের বাজেট ধরা হয়েছে ৭০ লাখ টাকা। যার মধ্যে পৃষ্ঠপোষক ইউনেক্স-সানরাইজ ২২ হাজার এবং ব্যাডমিন্টন এশিয়া ১১ হাজার ডলার দিচ্ছে বলে জানা গেছে। পাঁচটি ডিসিপ্লিনে হবে এবারের আসর। ডিসিপ্লিনগুলো হচ্ছে- পুরুষ ও মহিলা একক ও দ্বৈত এবং মিশ্র দ্বৈত।

অনলাইন আপডেট

আর্কাইভ