বুধবার ০১ মে ২০২৪
Online Edition

বাংলাদেশ ক্রিকেট খেলার একটি দেশ হিসেবে পরিচিত

ব্রাহ্মণবাড়িয়া সংবাদদাতা : ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি  হায়াত-উদ-দৌলা-খাঁন বলেছেন বাংলাদেশ অন্যতম পরিচয় হচ্ছে  ক্রিকেট খেলার একটি দেশ হিসেবে। তিনি বলেন আমাদের দেশের লোকজন বিদেশে গেলে বাংলাদেশের পরিচয় দিলে চিনতে পারতো না। কিন্তু পার্শ্ববর্তী বড় একটি দেশের নাম দিয়ে বাংলাদেশের পরিচয় দিতে হতো। তিনি বলেন এ ক্রিকেটের কল্যাণের কারণে   সারা বিশ্বে  বাংলাদেশের পরিচিতি লাভ করেছে। গত শনিবার বিকাল ৪টায় জেলা ক্রীড়া সংস্থা ব্রাহ্মণবাড়িয়ার ব্যবস্থাপনায়  নিয়াজ মোহাম্মদ স্টেডিয়ামে  বিজিএফসিএল প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লীগ ২০১৮-১৯ এর  ফাইনাল  খেলার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ প্রিমিয়ার লীগে অংশ গ্রহনকৃত ১০টি দলকে ধন্যবাদ জানিয়ে তিনি আরো বলেন জয় পরাজয় বড় কথা নয় অংশগ্রহণ করাই বড় কথা। এ মাঠ কে এবং জনগণের মনকে জাগ্রত করে ক্রিকেটকে জয় করেছে। জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি পৌর মেয়র নায়ার কবিরের সভাপতিত্বে এসময় স্বাগত বক্তব্য রাখেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক  মাহাবুবুল বারী চৌধুরী মন্টু। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ গ্যাস ফিল্ডস্ কোঃ লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক তৌফিকুর রহমান তপু, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল   রেজাউল কবির। জেলা ক্রীড়া সংস্থার সদস্য আবু কাউছার খাঁনের সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সহ সভাপতি মোঃ হেলাল উদ্দিন, যুগ্ম সম্পাদক সৈয়দ মোঃ আসলাম, কোষাধ্যক্ষ সাফায়েত আলম, সদস্য মঞ্জুর-ই মাসুদ, মোঃ আল মামুন, রফিকুল ইসলাম, বাকের মোশাররফ  আব্দুস সাকির ছোটন, মোঃ রুহুল কুদ্দুছ শামীম, ক্রীড়া ব্যক্তিত্ব নাছির উল্লাহ টোটন প্রমুখ। ফাইনাল খেলায় আব্দুল্লাহ স্মৃতি সংসদ ৪৪ রানে ক্রিকেট একাডেমী ব্রাহ্মণবাড়িয়া (লাল) দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। ম্যান অব দ্যা টুর্নামেন্ট নির্বাচিত হন ক্রিকেট একাডেমী ব্রাহ্মণবাড়িয়া (লাল) দলের সজিব মিয়া। প্রেস বিজ্ঞপ্তি।

অনলাইন আপডেট

আর্কাইভ