সোমবার ১৩ মে ২০২৪
Online Edition

চতুর্থ দিন শেষে ব্যাটে ২৭২ রানে এগিয়ে নিউজিল্যান্ড

স্পোর্টস ডেস্ক : পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচ টেস্ট সিরিজের শেষ টেস্টের চতুর্থ দিন শেষে ১৯৮ রানে এগিয়ে নিউজিল্যান্ড। তিন ম্যাচ টেস্ট সিরিজের প্রথম দুই ম্যাচে ১-১ সমতায় থেকে তৃতীয় টেস্ট খেলছে দু’দল। নিজেদের  প্রথম ইনিংসে ২৭৪ রান তোলে নিউজিল্যান্ড। জবাবে প্রথম ইনিংসে পাকিস্তান তোলে ৩৪৮ রান। বুধবার  ৭৪ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসের ব্যাটিংয়ে নামে কিউইরা।

আগের দিনের ২ উইকেটে ২৬ রান নিয়ে বৃহস্পতিবার  চতুর্থদিনের ব্যাটিংয়ে নামে নিউজিল্যান্ড। তবে দিনের শুরুটা ভালো হয়নি কিউইদের। দলীয় ৬০ রানে দুই উইকেট হারায় সফরকারীরা (৬০/৪)।তবে পঞ্চম উইকেট জুটিতে নিকোলসকে সঙ্গী করে এগুতে থাকেন অধিনায়ক কেন উইলিয়ামসন। দুর্দান্ত ব্যাটিংয়ে তুলে নেন টেস্ট ক্যারিয়ারের ১৮তম সেঞ্চুরি। দিন শেষে দলীয় রান গিয়ে দাঁড়ায় ২৭২। যেখানে ২৮২ বলে ১৩৯ রান তুলে অপরাজিত থাকেন কিউই অধিনায়ক। তাকে সঙ্গ দেয়া হেনরি নিকোলস অপরাজিত আছেন ৯০ রানে।১৯৮ রানে এগিয়ে থেকে  আজ শুক্রবার  শেষ দিনের ব্যাটিংয়ে নামবে নিউজিল্যান্ড।

অনলাইন আপডেট

আর্কাইভ