মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪
Online Edition

সংক্ষিপ্ত সংবাদ

ফুলবাড়ী (দিনাজপুর) সংবাদদাতা, ১ ডিসেম্বর: দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার শিবনগর ইউপি’র দাউদপুর গুচ্ছগ্রামে ফুলবাড়ী ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স এর জনসচেতনতামূলক বিভাগীয় মহড়া ঘনবসতি গ্রামে অনুষ্ঠিত হয়। গত শুক্রবার ফুলবাড়ী ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স এর স্টেশন অফিসার (ভারপ্রাপ্ত) মোঃ আব্দুল আলীম এর নেতৃত্বে জনসচেতনতামূলক ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স এর বিভাগীয় মহড়া অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত জনসাধারণের মাঝে বক্তব্য রাখেন ফুলবাড়ী ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স এর স্টেশন অফিসার (ভারপ্রাপ্ত) মোঃ আব্দুল আলীম ।  এসময় উপস্থিত ছিলেন শিবনগর ইউপি’র সদস্য বাবলু, সাব অফিসার মোঃ আব্দুল আলীম, লিডার মোঃ লিটন, ফায়ারম্যান মোঃ হাসান মাহমুদ সহ ফুলবাড়ী ফায়ার সার্ভিস স্টেশনের সকল ফায়ারম্যান উপস্থিত ছিলেন।
শিশু ও নারী উন্নয়ন
ঝালকাঠি: শিশু ও নারী উন্নয়নে যোগাযোগ কার্যক্রম বিষয়ে তৃণমূলের নেতৃস্থানীয় ব্যক্তিবর্গকে নিয়ে সতেনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। জেলা তথ্য অফিস বৃহস্পতিবার ঝালকাঠি সদর উপজেলার বিনয়কাঠি ইউনিয়ন পরিষদ মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করে। কর্মশালায় মাদক, জঙ্গিবাদ ও ইভটিজিং প্রতিরোধ, নারীর ক্ষমতায়ন, সামাজিক নিরাপত্তা ও শিশু স্বাস্থ্য পরিচর্যা, নিরাপদ মাতৃত্ব, জন্মনিবন্ধন, বাল্যবিবাহ, যৌতুক, অটিজম ও শিশুর মানসিক স্বাস্থ্য, দুর্যোগকালীন নারী ও শিশুর সচেতনতা প্রভৃতি বিষয়ে আলোচনা করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আরিফুল ইসলাম। ইউপি চেয়ারম্যান মো. সাইফুল ইসলামের সভাপতিত্বে সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ইসরাত জাহান সোনালী, জেলা তথ্য অফিসার মো. রিয়াদুল ইসলাম, স্বাস্থ্য বিভাগের স্যানেটারি ইনস্পেক্টর আবদুর রব প্রমুখ বিষয়ভিত্তিক আলোচনায় অংশ নেন। কর্মশালায় জনপ্রতিনিধি, মুক্তিযোদ্ধা, শিক্ষক, সাংবাদিক, নারী সংগঠনের প্রতিনিধি, সমাজকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করাসহ সংশ্লিষ্ট বিষয়ে সুপারিশমালা প্রণয়ন করেন।
ব্র্যাক চ্যারিটি ওয়াটার
গত ২৮ ও ২৯ নবেম্বর দুই দিন ব্যাপি রামপাল উপজেলার ৩টি ইউনিয়নের ৪টি মাধ্যমিক বিদ্যালয়ে ব্র্যাক ওয়াস কর্মসূচির চ্যারিটি ওয়াটার প্রজেক্টের ড্রিংকিং স্টেশন’র শুভ উদ্বোধন  অনুষ্ঠিত হয়।  উক্ত অনুষ্ঠানে  প্রথম দিন সভাপতিত্ব করেন ভূঁইয়ারকান্দর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মোল্লা আজম। প্রধান অতিথি ছিলেন উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী সহকারী কর্মকর্তা মোঃ  বোরহান আহম্মদ, বিশেষ অতিথি ছিলেন ব্র্যাক ওয়াস উপজেলা ব্যবস্থাপক বিপুল কুমার সাহা। খান জাহান আলী মাধ্যমিক বিদ্যালয়ের অনুষ্ঠানে  প্রধান শিক্ষক ফরহাদ হোসেন আকুঞ্জীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন ১নং গৌরম্ভা ইউনিয়নের চেয়ারম্যান মোঃ গিয়াস উদ্দিন গাজী।

অনলাইন আপডেট

আর্কাইভ