মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪
Online Edition

পঞ্চগড়ে ভূমি দস্যুদের আঘাতে কহিনুর বেগম হাসপাতালে

বোদা (পঞ্চগড়) সংবাদদাতা, ১ ডিসেম্বর: পঞ্চগড়ে ভূমি দস্যুদের হাত থেকে জমি রক্ষার জন্য কহিনুর বেগম নামের এক নারীর হৃদয় বিদারক আহাজারীর খবর পাওয়া গেছে। পবার উদ্দীন গং এর আঘাতে গত মঙ্গলবার বোদা হাসপাতালে শয্যাশায়ী হয়ে চিকিৎসাধীন আছেন তিনি। মঙ্গলবার কহিনুর বেগম তার জমির ফসল শরিষা ক্ষেতের পরিচর্যা করতে গেলে ইয়াছিন, পবার উদ্দীন, রশিদুল, পবারের স্ত্রী মিরা বেগম ও মিলন তাকে বেধড়ক মারপিট করে আহত ও লাঞ্ছিত করে পরিধেয় কাপড় টেনে হিচড়ে ছিঁড়ে ফেলে বলে তিনি জানান।
খবরে প্রকাশ, জেলার আটোয়ারী উপজেলার বলরামপুর ইউনিয়নের লক্ষিদ্বার মৌজার ৫৪৫ নং দাগের ৩৭ শতক জমি প্রায় ২০ বছর আগে কহিনুর বেগম ক্রয়সূত্রে মালিকানা হন। দীর্ঘদিন ওই জমিতে তিনি ফসল আবাদ করে আসছেন। খারিজ খতিয়ানসহ মাঠপর্চা কহিনুর বেগমের নামেই রয়েছে। একই ইউনিয়নের নবীর উদ্দীনের পুত্র পবার উদ্দীন ও মিলন উদ্দীন ওই জমিটি নিজেদের দাবি করে জবর দখলের চেষ্টা করলে কহিনুর বেগম বাদী হয়ে তাদের বিরুদ্ধে আটোয়ারী থানায় একটি লিখিত অভিযোগ দাখিল করেন। অভিযোগের ভিত্তিতে এসআই সালাম উভয়পক্ষকে থানায় ডেকে বিষয়টি আপস করে দেন এবং পবার ও মিলন ওই জমিতে কখনো যাবে না বলে মুচলেকাও দেন। থানায় অঙ্গীকার দেয়ার কিছুদিন পরে আবার তারা জমি দখলের জন্য লোকজন নিয়ে কহিনুর বেগমের উপর চড়াও হন। বাধ্য হয়ে কহিনুর বেগম বাদী হয়ে পঞ্চগড় আদালতে এমআর মামলা নং ১১৩/১৭ দায়ের করেন। বিজ্ঞ আদালতের নির্দেশে বলরামপুর ইউনিয়নের  তহসীলদার সফিয়ার রহমান তদন্ত করে উল্লেখিত জমিটি পবার উদ্দীন ও মিলনের দখলে কোনদিনই ছিলনা বর্তমানেও নেই মর্মে আদালতে রিপোর্ট জমাদেন। কহিনুর বেগম বোদা পৌরসভার ২নং ওয়ার্ডের ইসলামবাগ মহল্লার বাসিন্দা। রায় পাওয়ার পরেও কহিনুর বেগমের কাছ হতে জমিটি দখল করার মানষে বার বার তাকে হেনস্থা করছে পবার উদ্দীন গং। বর্তমানে ওই জমিতে কহিনুর বেগমের সরিষা আবাদসহ জমির চারিদিকে ইউকেল্পেটাস গাছ দ্বারা পরিবেষ্টিত আছে। অসহায় হয়ে কহিনুর বেগম হাসপাতালে এই প্রতিবেদককে জানান, পঙ্গু স্বামীকে নিয়ে এক খন্ড জমিতে ফসল আবাদ করে তা  রক্ষার জন্য প্রাণপণ চেষ্টা করছি। পবার উদ্দীন আমাকে মেরে ফেলার হুমকি দিয়েছে বলেও তিনি জানান। এ ব্যাপারে পবার উদ্দীন জানান, মারামারি হয়নি,তবে ধাক্কাধাক্কির ঘটনা ঘটলে কহিনুর বেগম মাটিতে পড়ে যায়। কহিনুর বেগমের ২৫ বছর আগের ক্রয় করা জমি আপনি কেন কিনলেন এই প্রশ্নের জবারে তিনি নিরব থাকেন। এ রিপোর্ট লেখার সময় আটোয়ারী থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নারীবাদী বিভিন্ন সংগঠনের কাছে কহিনুর সহযোগীতা কামনা করেছেন।

অনলাইন আপডেট

আর্কাইভ