ঢাকা, রোববর 19 May 2024, ৫ জ্যৈষ্ঠ ১৪৩০, ১০ জিলক্বদ ১৪৪৫ হিজরী
Online Edition

তুরস্কের প্রেসিডেন্টকে সৌদি যুবরাজের বৈঠকের অনুরোধ

সংগ্রাম অনলাইন ডেস্ক:

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তৈয়েব এরদোয়ানের সঙ্গে বৈঠকে বসার জন্য অনুরোধ জানিয়েছেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত চাভুসোগ্লু এই তথ্য জানান। খবর আল-জাজিরার।

মেভলুত গতকাল মঙ্গলবার জার্মান পত্রিকাকে দেওয়া এক সাক্ষাৎকারে জানান, সৌদি যুবরাজ এরদোয়ানকে ফোন করে বৈঠকে বসার জন্য অনুরোধ করেন। আর্জেন্টিনায় অনুষ্ঠেয় জি-২০ সম্মেলনের মাঝে এরদোয়ানের সঙ্গে বৈঠকে বসতে চান তিনি।

তবে এ বিষয়ে এরদোগান তাৎক্ষণিক ভাবে সম্মতি না দিয়ে বলেছেন, ‘দেখা যাক’।

সৌদি যুবরাজের সঙ্গে এই মুহূর্তে বৈঠকে বসার কোন কারণ নেই বলে মেভলুত আরো জানান।

আগামী ৩০নভেম্বর আর্জেন্টিনার রাজধানী বুয়েন্স আয়ারসে ২ দিন ব্যাপী জি-২০ সম্মেলন শুরু হচ্ছে। সম্মেলনে বিভিন্ন দেশের নেতারা যোগ দিবেন। এতে এরদোয়ান ও মোহাম্মদ বিন সালমানও অংশ নিচ্ছেন।

অনলাইন আপডেট

আর্কাইভ