মঙ্গলবার ১৪ মে ২০২৪
Online Edition

চকরিয়ায় চারশতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে জাগ্রত তরুণ গোল্ড মেধাবৃত্তি পরীক্ষা

শাহজালাল শাহেদ, চকরিয়া : চকরিয়া জাগ্রত তরুণ ছাত্র সংসদের উদ্যোগে আয়োজিত জাগ্রত তরুণ গোল্ড মেধাবৃত্তি পরীক্ষা’১৮ শুক্রবার ১৯অক্টোবর সম্পন্ন হয়েছে। চকরিয়া মিশকাতুল মিল্লাত মডেল দাখিল মাদরাসা কেন্দ্রে অনুষ্ঠিত বৃত্তি পরীক্ষায় পৌরশহরের ১৭টি শিক্ষাপ্রতিষ্ঠানের চারশত পাঁচজন ছাত্র-ছাত্রী অংশগ্রহণ করে। শিক্ষাপ্রতিষ্ঠানগুলো মধ্যে রয়েছে- চকরিয়া কোরক বিদ্যাপীঠ, চকরিয়া গ্রামার স্কুল, চকরিয়া ক্যামব্রিয়ান স্কুল, চকরিয়া মিশকাতুল মিল্লাত মডেল দাখিল মাদরাসা, চকরিয়া ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুল, মাতামুহুরী আদর্শ শিক্ষা নিকেতন, চকরিয়া সরকারি বালক উচ্চ বিদ্যালয়, চকরিয়া ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজ, চকরিয়া প্রো-ক্যাডেট স্কুল এন্ড কলেজ, চৌয়ারফাঁড়ি আইডিয়াল স্কুল, চকরিয়া সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়, বর্ণমালা একাডেমি, চকরিয়া পালাকাটা উচ্চ বিদ্যালয়, চকরিয়া কেজি স্কুল, বহদ্দারকাটা চাইল্ড কেয়ার স্কুল, বহদ্দারকাটা উচ্চ বিদ্যালয় ও মাস্টারপাড়া আদর্শ শিশু শিক্ষালয়। এতে সার্বিক তত্ত্বাবধান করেন চকরিয়া জাগ্রত তরুণ ছাত্র সংসদের সভাপতি মেধাবি ছাত্রনেতা মুহাম্মদ তারেকুল ইসলাম। অতিথি হিসেবে পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেছেন সংগঠনের প্রধান পৃষ্ঠপোষক চকরিয়া পৌরসভার সাবেক প্যানেল মেয়র শহিদুল ইসলাম ফোরকান বি.এ (অনার্স) এম.এ ও চকরিয়া সিটি হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক মো. জুবাইদুল হক। এসময় চকরিয়া মিশকাতুল মিল্লাত মডেল দাখিল মাদরাসার সভাপতি মো. শওকত আলম, বিশিষ্ট ব্যবসায়ী জিয়াউল করিম প্রমুখ ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

অনলাইন আপডেট

আর্কাইভ