শুক্রবার ১০ মে ২০২৪
Online Edition

এসএসসির ফরম পূরণে বাড়তি অর্থ নিলে ব্যবস্থা নেবে দুদক

স্টাফ রিপোর্টার : ২০১৯ সালে অনুষ্ঠিতব্য মাধ্যমিক ও সমমানের (এসএসসি) পরীক্ষার ফরম পূরণে বাড়তি অর্থ নিলে ওইসব স্কুলে তাৎক্ষণিক অভিযান চালাবে দুর্নীতি দমন কমিশন (দুদক)। একই সঙ্গে কোনো স্কুলে বাড়তি অর্থ নিলে দুদকের হটলাইনে (১০৬) অভিযোগ দেওয়ার পরামর্শ দিয়েছে সংস্থাটি। গতকাল বুধবার গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এর আগে, গত ৪ নভেম্বর ফরম পূরণে বাড়তি অর্থ আদায়ের অভিযোগে রাজধানীর হাজারীবাগ এলাকার সালেহা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে অভিযান চালায় দুদক। এই সংবাদ গণমাধ্যমে প্রকাশিত হলে দুদকের হটলাইনে অভিযোগ আসতে থাকে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রতিদিন শত শত অভিযোগ আসছে বলে দুদক সূত্রে জানা গেছে।

অনলাইন আপডেট

আর্কাইভ