রবিবার ১২ মে ২০২৪
Online Edition

মন্ত্রিসভা থেকে শাহজাহান খানকে বহিষ্কারের দাবি

স্টাফ রিপোর্টার: বাংলাদেশ সাধারণ নাগরিক সমাজের আহ্বায়ক মহিউদ্দীন আহমেদ মন্ত্রিসভা থেকে নৌমন্ত্রী শাহজাহানকে বহিষ্কার করতে প্রধানমন্ত্রীর কাছে দাবি করেছেন। গতকাল রোববার সংবাদমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এই দাবি করেন।
বিবৃতিতে মহিউদ্দীন আহমেদ বলেন, ‘দীর্ঘ আকাক্সিক্ষত সড়ক পরিবহন আইন ২০১৮ সম্প্রতি মহান জাতীয় সংসদে পাস হয়েছে। এই আইন সম্পের্কে বিভিন্ন অংশীজনের ভিন্ন ভিন্ন মত থাকবে এটাই স্বাভাবিক। দেশের সবচেয়ে আলোচিত বিষয় ছিল নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন। যার প্রেক্ষিতে একটি আইনে সংযোজন বিয়োজন করা হলো। আইনটি খসড়া করা সময় যাত্রীসাধারণে প্রতিনিধি না থাকলেও মালিক-শ্রমিকদের প্রতিনিধি ঠিকই রাখা হয়েছিল। আমাদের প্রশ্ন, তারা তখন এ ব্যাপারে আপত্তি না তুলে এখন দেশবাসীকে কেন জিম্মি করছে? এ থেকে প্রমাণ হয় তাদের উদ্দেশ্য ভিন্ন। আর শ্রমিকদের এ আন্দোলনের নেতৃত্বে আছেন দেশের জনগণের পক্ষে কাজ করতে শপথ নেয়া নৌমন্ত্রী। তিনি দেশের জনসাধারণের পক্ষে জনপ্রতিনিধি হয়ে মন্ত্রিসভায় গেলেও কাজ করছেন জনগণের বিপক্ষে। এমনকি আইন পাস হওয়ার সময় তিনি সংসদে ছিলেন এবং আইনটি পাসের পক্ষে ভোট দিয়েছেন। তখন তিনি কোন দ্বিমত করেননি। কিন্তু এখন তিনি তার সন্ত্রাসী বাহিনী নামিয়ে সাধারণ মানুষের মুখে পোড়া মবিল মাখিয়ে চলেছেন। আমরা এর তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাই।’
মহিউদ্দিন আহমেদ মাননীয় প্রধানমন্ত্রীর উদ্দেশ্য আকুতি জানিয়ে বলেন, ‘আপনি গণমানুষের নেত্রী। গণমানুষের এই দুর্দশায় আপনি কিছু করবেন না আমরা তা বিশ্বাস করতে চাই না। আপনার মন্ত্রী সভায় জনস্বার্থ বিরোধী কোন মন্ত্রীকে জনসাধারণ আর দেখতে চায় না। তাই জনবিরোধী মন্ত্রী শাহজাহান খানকে বরখাস্ত করে আপনি সরকারের ভাবমূর্তি উজ্জ্বল করবেন বলে আমরা আশা করি।’

অনলাইন আপডেট

আর্কাইভ