শুক্রবার ১৭ মে ২০২৪
Online Edition

মরমী সংগীতশিল্পী আব্দুল আলীম স্মরণে আলোচনা ও ‘বাসপ পুরস্কার’-২০১৮

দেশের ইতিহাস, ঐতিহ্যকে সমৃদ্ধ করার লক্ষ্যে সতেরো বছরের বেশী নিরলস কাজ করে যাচ্ছে বাংলাদেশ সংস্কৃতি পরিষদ (বাসপ)। সময়ের দাবী পূরণে অর্জন করেছে নানা বর্ণময় অভিজ্ঞতা। আমাদের জাতীয় দিবসগুলোতে ভূমিকা রেখেছে নানা অনুষ্ঠান আয়োজন করে। শুরু থেকেই সুস্থ সংস্কৃতি, উন্নয়ন, সমাজ সচেতনতা ‘অসহায় মানুষের  পাশে আমরাও দাঁড়াই’ কর্মকান্ডের মাধ্যমে আলোচিত। ‘বাসপ পুরস্কার’ প্রদান ১৯৯৯ সালে অনুষ্ঠানের  মাধ্যমে  তাঁর যাত্রা শুরু হলেও ‘মাতৃভাষা  দিবস উদযাপন’ ২০০১,‘কবি বন্দে আলী মিয়া মৃত্যুবার্ষিকী’, ‘কবি কায়কোবাদ ৫৬তম মৃত্যুবার্ষিকী’, ‘বিজয় দিবস উদযাপন’২০০৩,‘ডক্টর মুহম্মদ শহীদুল্লাহ্র জন্মবার্ষিকী’ ২০০৪,‘কবি নজরুলের মৃত্যুবার্ষিকী’ ২০০৫,‘আবদুল মান্নান স্মৃতিচারণ’ এছাড়া বিভিন্ন সামাজিক কর্মকান্ডের মাধ্যমে মানুষের ভালোবাসা পেয়ে কাজ করছে এবং অপসংস্কৃতির বিরুদ্ধে প্রতিবাদ তথা নিজস্ব সংস্কৃতিকে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে কাজ করে আসছে। সেই ধারাবাহিকতায় মরমী সংগীতশিল্পী আব্দুল আলীম স্মরণে আলোচনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে গত ২৩ সেপ্টম্বর ২০১৮, রোববার বিকেলে শিশুকল্যাণ মিলনায়তনে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন : সৈয়দ মাগুব মোর্শেদ (সাবেক তথ্য সচিব ও বিটিআরসির  চেয়ারম্যান)। প্রধান আলোচক হিসেবে ছিলেন : প্রধান আলোচক: বীরমুক্তিযোদ্ধা এম সানোয়ার হোসেন। সভাপতিত্ব করেন : কবি রানা হোসেন (চেয়ারম্যান, বাংলাদেশ সংস্কৃতি পরিষদ (বাসপ)। বিশেষ অতিথি হিসেবে ছিলেন : কবি লোকমান হাকিম (সাবেক যুগ্ম সচিব,সংস্থাপনা মন্ত্রণালয়) । মরমী সংগীতশিল্পী আব্দুল আলীম স্মরণে ‘বাসপ পুরস্কার’-২০১৮ পেয়েছেন তারা হলেন : নাসরিন আক্তার (শিক্ষাসেবা), আলহাজ¦ হুমায়ন কবির ভূঁইয়া (সমাজসেবক), মোঃ ওবায়দুল হক (সংস্কৃতি সেবা), মোঃ দেওয়ান শরীফ (রাজনীতিবীদ), মোঃ ফরিদ ভূইয়া (সমাজসেবক), নেকবর হোসেন নাহিদ (সমাজসেবক), মোঃ জাহাঙ্গীর আলম জনি (রাজনীতিবীদ), তোফাজ্জল হোসেন তপু (তরুণ সমাজ সেবক), মোঃ জাহাঙ্গীর হোসেন (রাজনীতিবীদ), তাহমিদ ইসলাম আকিব (ছাত্রনেতা), হাজী মোঃ আমির হোসেন (বিশিষ্ট সমাজ সেবক), মোঃ জাহাঙ্গীর আলম (সমাজ সেবক), হাজী মোঃ আমান উল্লাহ আমান (তরুণ সমাজসেবক), মোঃ দেলোয়ার হোসেন (রাজনীতিবীদ)। অনুষ্ঠান উপস্থাপনা করেন আনোয়ার পারভেজ। কবিতা আবৃত্তি করেন আসমা মালিহা। এছাড়া ছোট্ট বন্ধুদের নৃত্যপরিবেশন হয়।
-মুহাম্মদ রুদ্র

অনলাইন আপডেট

আর্কাইভ