শনিবার ১৮ মে ২০২৪
Online Edition

সাগরে ফের ট্রলার ডুবি ১৮ মাঝি-মাল্লা নিখোঁজ

বাশঁখালী (চট্টগ্রাম) সংবাদদাতা: ৬ মাঝি-মাল্লাসহ সাগরে ট্রলার  নিখোঁজের ১২ দিনের মধ্যে ফের ১৮ মাঝি-মাল্লা নিয়ে  বাঁশখালীর এফবি রহমান ফিশিং নামে আরো একটি মাছ ধরা ট্রলার নিখোঁজ হয়েছে।গত ২০ সেপ্টেম্বর রাতে সাগরে মাছ ধরার সময়ে বৈরী আবহাওয়ার কারণে ওই ট্রলারটি ডুবে যায় বলে জানিয়েছেন চাম্বল বাংলা বাজার ট্রলার মালিক সমিতির সভাপতি হেফাজতুল ইসলাম।
তিনি জানান,বাঁশখালী পূর্ব বড়ঘোনার আবদুস সুক্কুরের মালিকানাধীন এফবি রহমান ফিশিংয়ে মাঝি জসিম উদ্দিন(৪৫) সহ ১৭ মাঝি-মাল্লা সাগরে মাছ ধরার সময়ে বৈরী আবহাওয়ার কবলে পরে নিখোঁজ হয়। এছাড়া অপর একটি ট্রলারের চালক ফরিদ মাঝি নামে ১ জন একই কারণে সাগরে পরে নিখোঁজ হয়।
নিখোঁজ ১৮ মাঝি-মাল্লার সকলের বাড়ি বাশঁখালী গন্ডামারা ইউনিয়নের পূর্ব বড় ঘোনা এলাকায় বলে নিশ্চিত করেছেন ট্রলার মালিক আবদুস সুক্কুর। নিখোঁজ অপর ১৬ জন হলো নুরুল কাদের(২৮), আনিছুর রহমান(২৬), আলমগীর(২৮), আবদুর রহিম(২৪), আবদুর রহিম(২৬), হারুনুর রশিদ(২৪), মিজান(১৯), এরশাদ(২২), আবু তৈয়্যব(৩৪), আবছার(২৮, আবদুল করিম(২৬), রিদোয়ানুল হক(২৬), নেজাম উদ্দিন(২২), হেফাজ উদ্দিন(২২), আনছার(৩২), জসিম উদ্দিন(২৪)।
এর আগে গত ৯ সেপ্টেম্বর একই উপজেলার চাম্বল এলাকার একটি ট্রলার ৬ মাঝি-মাল্লাসহ সাগরে নিখোঁজ হলেও তাদের সন্ধান এখনো পাওয়া যায়নি।

অনলাইন আপডেট

আর্কাইভ