শনিবার ১৮ মে ২০২৪
Online Edition

৩ দফা বাস্তবায়নের দাবি জানিয়ে রাবিতে বিক্ষোভ

রাবি সংবাদদাতা : কোটা সংস্কারের অতিদ্রুত প্রজ্ঞাপন, আন্দোলনকারীদের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহারসহ তিন দফা বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে রাজশাহী বিশ^বিদ্যালয়ের কোটা সংস্কারের পক্ষের শিক্ষার্থীরা। মঙ্গলবার সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে থেকে মিছিলটি শুরু হয়ে ক্যাম্পাসের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পূর্বের স্থানে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হন তারা। সংক্ষিপ্ত সমাবেশে কোটা সংস্কার আন্দোলনের রাবি শাখার আহ্বায়ক মাসুদ মোন্নাফ বলেন, বর্তমান  কোটা পদ্ধতির যৌক্তিক সংস্কার করে অতি দ্রুত প্রজ্ঞাপন জারি করতে হবে। কোটা আন্দোলনকারীদের উপর মিথ্যা, ভিত্তিহীন ও হয়রানী মূলক মামলা প্রত্যাহার এবং কোটা সংস্কার পক্ষের শিক্ষার্থীদের উপর হামলায় জড়িতদের আইনের আওতায় এনে বিচারের দাবি জানান।  নিরাপত্তাহীনতায় কথা জানিয়ে তিনি আরও বলেন, আমরা বিশ^বিদ্যালয়ের বৈধ শিক্ষার্থী হওয়া সত্বেও বিগত তিন মাস যাবৎ প্রাণনাশের ভয়ে ক্যাম্পাসে প্রবেশ করতে পারিনি। বিশ^বিদ্যালয় প্রশাসন আমাদের নিরাপত্তা দিতে পারেনি। আমরা কেউ দেশদ্রোহী নয়। এদেশেরই নাগরিক। নায্য দাবি আদায়ে আন্দোলন করছি। এক্ষেত্রে প্রধানমন্ত্রীর মাধ্যেমে বিশ^বিদ্যালয় প্রশাসনের নিকট তারা নিরাপত্তা দাবি জানান।  এসময় কোটা সংস্কার আন্দোলনের যুগ্ম-আহ্বায়ক গোলাম মোর্শেদ, মাহফুজা মোহিনী, এহসানসহ শতাধিক শিক্ষার্থী অংশ নেন। প্রসঙ্গত, গত ২ জুলাই প্রজ্ঞাপনের দাবিতে কালো পতাকা মিছিল করতে গিয়ে ছাত্রলীগের হামলায় গুরুতর জখমের শিকার হন রাবি শিক্ষার্থী ও কোটা সংস্কার আন্দোলনের যুগ্ম-আহবায়ক তরিকুল ইসলাম।
নারায়ণগঞ্জ
নারায়ণগঞ্জ জেলা ছাত্রদল সভাপতি মো: মশিউর রহমান রনিকে ঢাকা থেকে ডিবি পুলিশ পরিচয়ে কয়েকজন সাদা পোষাকধারী ব্যক্তি একটি মাইক্রোবাসে তুলে নিয়ে গেছে বলে তার পরিবারের পক্ষ থেকে  গত রোববার বিকেলে নারায়ণগঞ্জ প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করা হয়েছে। সংবাদ সম্মেলনে তার সন্ধান দেয়ার জন্য আইনশৃংখলা বাহিনীর প্রতি আবেদন জানানো হয়েছে। সংবাদ সম্মেলনে মশিউর রহমান রনির বড় ভাই রুবেল, ছোট ভাই রানাসহ অন্যান্য আত্মীয়রা উপস্থিত ছিলেন। তারা জানান, আমাদের রনিকে তুলে নিয়ে গেছে। আমরা আমাদের ছেলেকে ফিরে পেতে চাই। আল্লাহ যেন আমাদের রনিকে ফিরাইয়া দেন।

অনলাইন আপডেট

আর্কাইভ