শনিবার ১৮ মে ২০২৪
Online Edition

সংক্ষিপ্ত সংবাদ

রংপুর অফিস : রংপুরে  জেলা পর্যায়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় ফুটবল টুর্ণামেন্ট অনুর্ধ্ব-১৭ এর বৃহস্পতিবার দুপুরে রংপুর স্টেডিয়ামে উদ্বোধন করা  হয়েছে।
এ উপলক্ষ্যে স্টেডিয়াম মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক এনামুল হাবীব। রংপুরের অতিরিক্ত জেলা প্রশাসক রবিউল ইসলামের সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এ্যাডভোকেট আনোয়ারুল ইসলাম, জেলা শিক্ষা অফিসার রোকসানা বেগম, কোচ মিলন খান রানা প্রমুখ। জেলা প্রশাসন, জেলা ক্রীড়া সংস্থার নেতৃবৃন্দ ও খেলোয়াড়বৃন্দসহ বিপুল সংখ্যক দর্শক এ সময় উপস্থিত ছিলেন।
নারী নির্যাতন প্রতিরোধ
আগৈলঝাড়া (বরিশাল) : বরিশালের আগৈলঝাড়া উপজেলা প্রশাসনের আয়োজনে ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে আত্মহত্যা, যৌতুক, বাল্যবিয়ে ও নারী নির্যাতন প্রতিরোধ সংক্রান্ত ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। জানা গেছে, বুধবার সকালে উপজেলার গৈলা মডেল মাধ্যমিক বিদ্যালয়ের হল রুমে ম্যানেজিং কমিটির সভাপতি গিয়াস উদ্দিন মোল্লার সভাপতিত্বে বিদ্যালয়ের শিক্ষার্থী ও অভিভাবকদের নিয়ে উপজেলা প্রশাসনের আয়োজনে ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে আত্মহত্যা, যৌতুক, বাল্যবিয়ে ও নারী নির্যাতন প্রতিরোধ সংক্রান্ত ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।
কৃষি উপকরণ বিতরণ
আলীকদম (বান্দরবান) : বান্দরবানের আলীকদম উপজেলায় কারিতাসের এগ্রো ইকোলজি, সিএইচটি প্রকল্পের উদ্যোগে সরকারি কর্মকর্তা ও বিভিন্ন উন্নয়ন সংস্থার সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. নাজিমুল হায়দার। কারিতাস, এগ্রোইকোলজি-সিএইচটি প্রকল্পের কর্মসূচী কর্মকর্তা মিসেস রূপনা দাশের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃ রূপম চন্দ্র মোহন্ত, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ এনামুল হক, উপজেলা মৎস্য কর্মকর্তার প্রতিনিধি মো. কফিল উদ্দিন।
তিন কোটি টাকা বরাদ্দ
মুরাদনগর (কুমিল্লা) : কুমিল্লার মুরাদনগর উপজেলার যাত্রাপুর ইউনিয়নের ভবানীপুর দাখিল মাদরাসায় চারতলা ভবন নির্মাণ করার জন্য প্রায় তিন কোটি টাকা বরাদ্দ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। বৃহস্পতিবার দুপুরে সরেজমিন পরিদর্শনকালে বিষয়টি নিশ্চিত করেছেন শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী জহিরুল ইসলাম। তিনি মাদরাসা কতৃপক্ষসহ এলাবাসীর উপস্থিতিতে জায়গার সঠিক কাগজপত্র দেখে ও মাপজোক শেষে ভবন নির্মাণের স্থান নির্বাচন করেন। এ উপলক্ষে মাদরাসা ম্যানেজিং কমিটির সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী হাজী নোয়াজ আলীর সভাপতিত্বে মাদরাসার সুপার মাওলানা আবু মুছা তানিমের উপস্থাপনায় এক আলোচনা সভা মাদরাসা মাঠে অনুষ্ঠিত হয়।

অনলাইন আপডেট

আর্কাইভ