শনিবার ১৮ মে ২০২৪
Online Edition

গাইবান্ধায় ৪ টি ‘ঝুঁকিপূর্ণ সেতু’ সতর্কীকরণ বিজ্ঞপ্তি লাগালেও মানছে না কেউ

গাইবান্ধা সংবাদদাতাঃ সতর্কীকরণ বিজ্ঞপ্তি, ঝুঁকিপূর্ণ বেইলি সেতু, ৫ টনের অধিক মালামাল পরিবহন নিষেধ।
কথাগুলো লেখা রয়েছে গাইবান্ধা-উল্লাবাজার-সাঘাটা সড়কের বাদিয়াখালী সেতুতে ওঠার দুইপাশের সাইনবোর্ডেই। একই কথা লেখা রয়েছে উললাবাজার-পুরাতন ফুলছড়ি হেডকোয়ার্টার সড়কের বেইলি সেতুতেও। আর গাইবান্ধা-বালাসীঘাট সড়কের পুলবন্দি সেতুতে ওঠার আগে সাইনবোর্ডে লেখা রয়েছে সতর্কীকরণ বিজ্ঞপ্তি, ঝুঁকিপূর্ণ সেতু, ভারী যানবাহন চলাচল নিষেধ।
এ বছরের শুরুর দিকে যানবাহন চালকদের সতর্ক করে এসব ঝুঁকিপূর্ণ সেতুগুলো সামনে এমন সতর্কীকরণ বিজ্ঞপ্তি লেখা সাইনবোর্ড গাইবান্ধা সড়ক বিভাগ লাগিয়ে দিলেও থেমে নেই এসব  সেতুর উপর দিয়ে ভারী যানবাহনের চলাচল। বেশি ওজনের মালামাল নিয়ে ট্রাক ও পিকআপ ভ্যানগুলো চলাচল করছে এসব সেতুর উপর দিয়ে। এসব সেতু ধসে গিয়ে কোনো দুর্ঘটনা ঘটলে লক্ষাধিক মানুষের চলাচল ব্যাহত হবে। তাই ঝুঁকিপূর্ণ এসব সেতু ভেঙে নতুন সেতু নির্মাণের দাবি করেছেন ভুক্তভোগীরা।
গাইবান্ধা সড়ক ও জনপথ (সওজ) বিভাগ সূত্রে জানা গেছে, দুর্ঘটনা এড়াতে চালকরা যাতে বেশি ওজনের মালামাল পরিবহন না করে এজন্য সতর্ক করে গাইবান্ধা-উললাবাজার-সাঘাটা সড়কে নির্মিত সদর উপজেলার বাদিয়াখালী ইউনিয়নের বাদিয়াখালী  সেতু, উললাবাজার-পুরাতন ফুলছড়ি হেডকোয়ার্টার সড়কে নির্মিত ফুলছড়ি উপজেলার গজারিয়া ইউনিয়নের বেইলি  সেতু ও গাইবান্ধা-বালাসীঘাট সড়কে নির্মিত সদর উপজেলার বোয়ালী ইউনিয়নের পুলবন্দি  সেতুতে সাইনবোর্ড লাগিয়ে দেয়া হয়েছে।
সূত্রটি আরও জানায়, ১০.২৫ মিটার দৈর্ঘ্য ও ৬৫.২৭ মিটার প্রস্থের বাদিয়াখালী  সেতুস্থলে উন্নয়ন সহযোগী সংস্থা জাপান ইন্টারন্যাশন্যাল কো-অপারেশন এজেন্সির (জাইকা) অর্থায়নে ওয়েস্টার্ন বাংলাদেশ ব্রিজ ইমপ্রুভমেন্ট প্রজেক্টের (ডব্লিউবিবিআইপি) আওতায় একটি নতুন  সেতু নির্মাণ করা হবে।
উল্লাবাজার-পুরাতন ফুলছড়ি হেডকোয়ার্টার সড়কের বেইলি  সেতুটি (স্টিলের) অপসারণ করে  সেতুস্থলে একটি বড় কালভার্ট ও রা¯তা তৈরি করে দেয়া হবে। এ বিষয়ে একটি প্রস্তাবনা তৈরির কাজ চলছে। এ ছাড়া গাইবান্ধা-বালাসীঘাট ৭ কিলোমিটার রা¯তার প্রস্থ বৃদ্ধিসহ পুলবন্দিতে নতুন  সেতু নির্মাণ প্রকল্পের একটি প্রস্তাব তৈরি করা হচ্ছে।

অনলাইন আপডেট

আর্কাইভ