রবিবার ১৯ মে ২০২৪
Online Edition

নরসিংদীতে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় চাই

মেঘনা নদীর তীরে গড়ে ওঠা সুজলা-সুফলা জেলা নরসিংদী। সুশৃঙ্খল সমাজ ব্যবস্থা আর হাজার মানুষের মেধা ও মননে নরসিংদী এগিয়ে আছে উন্নতির সর্বক্ষেত্রেই। কৃষকদের অল্প খরচে বেশি লাভবান করতে গড়ে উঠেছে সার-কারখানা। সাধারণ মানুষের ভাগ্য উন্নয়নে গড়ে উঠেছে অনেক কল-কারখানা। বাংলাদেশের প্রতিটি বিশ্ববিদ্যালয়ে নরসিংদীর সন্তানরা সৃজনশীলতায় নিজেদের জেলার স্বাতন্ত্র্য পরিচয় দিয়ে আসছে।
দেশের প্রতিটি জেলায় নেতৃত্ব দেয়া থেকে শুরু করে বিদেশে বাংলাদেশের নাম উজ্জ্বল করার ক্ষেত্রে নরসিংদীর সন্তানদের ভ’মিকা অনস্বীকার্য। আমাদের জেলা রয়েছে নিজস্ব ঐতিহ্য, শিল্প-সাহিত্য। নরসিংদী জেলার ওয়ারী বটেশ্বর আমাদেরকে পরিচয় করিয়ে দিয়েছে নতুনভাবে। এখানে রয়েছে উন্নত যোগাযোগ ব্যবস্থা আর সকল প্রকার আধুনিকতা ও প্রযুক্তির ছোঁয়া। আমাদের প্রযুক্তি ও জ্ঞানকে স্বাতন্ত্র্য বৈশিষ্ট্য রাখেত আদৌ এখানে কোনো বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হয়নি। পরিশ্রমের পরও নরসিংদীতে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার করার ব্যর্থতা নরসিংদীবাসী হাড়ে হাড়ে টের পাচ্ছে। যদি নরসিংদীতে একটি আন্তর্জাতিকমানের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হতো তাহলে বিজ্ঞান প্রযুক্তিতে নরসিংদীর চেহারা বদলে যেত বহুগুণ, সাথে দেশেরও। আমরা জনাব মো. সোহরাব হোসাইন, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা, মাননীয় সচিবের নিকট বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দ্রুত দাবি জানাই।
-সহিদুল ইসলাম সাইম, নবীয়াবাদ, অলিপুরা, রায়পুরা, নরসিংদী।

অনলাইন আপডেট

আর্কাইভ