মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪
Online Edition

ওমানকে হারিয়ে হকিতে বাংলাদেশের শুভ সূচনা

স্পোর্টস রিপোর্টার : এশিয়ান গেমস হকিতে শুভ সূচনা করলো বাংলাদেশ। গতকাল সোমবার জাকার্তায় অনুষ্ঠিত ম্যাচে বাংলাদেশ ২-১ গোলে ওমানকে হারিয়েছে। ওমানের বিপক্ষে ম্যাচটিকে ‘ফাইনাল’ হিসেবে নিয়েছিল বাংলাদেশ। এ ম্যাচের ফলাফলের উপরই নির্ভর করছিল বাংলাদেশের ষষ্ঠ হওয়ার সম্ভাবনা। সাম্প্রতিক সময়ে আন্তর্র্জাতিক হকিতে ওমান হয়ে উঠেছে অন্যতম শক্ত প্রতিপক্ষ। যে কারণে, এ ম্যাচটি নিয়েই বেশি চিন্তা ছিল জিমি-চয়নদের কোচ ইমান গোবিনাথন কৃষ্ণমূর্তির। তবে সব শঙ্কা দূর করে ওমানের বিপক্ষে সেই ‘ফাইনাল’ জিতেই এশিয়ান গেমস হকি শুরু করেছে বাংলাদেশ। বাংলাদেশের গোল করেছেন আরশাদ হোসেন ও মোহাম্মদ আশরাফুল ইসলাম। ১৪ মিনিটে আরশাদের গোলে এগিয়ে যায় বাংলাদেশ। ২৩ মিনিটে পেনাল্টি কর্নার হিট থেকে গোল করে ওমানকে সমতায় ফেরান জুমা সেলিম। দ্বিতীয় কোয়ার্টারে বাংলাদেশ আবার এগিয়ে যায়। ২৮ মিনিটে আশরাফুল পেনাল্টি কর্নার থেকে গোল করলে ২-১ ব্যবধানে এগিয়ে যায় লাল-সবুজ জার্সিধারীরা। বাকি দুই অর্ধে কোন পক্ষই আর প্রতিপক্ষের পোস্ট খুঁজে পায়নি। বাংলাদেশ ২-১ গোলে জিতে লক্ষ্য পূরণ করে। ওমানকে হারানোয় বাংলাদেশের অন্তত ষষ্ঠ হওয়ার সম্ভাবনা বেঁচে থাকলো। বাংলাদেশ দল ২২ আগস্ট গ্রুপের দ্বিতীয় ম্যাচ খেলবে কাজাখস্তানের বিরুদ্ধে।

অনলাইন আপডেট

আর্কাইভ