শুক্রবার ০৩ মে ২০২৪
Online Edition

‘ইসলাম শান্তির ধর্ম’ সংক্রান্ত ইউনেস্কোর বিবৃতিটি জাল

স্টাফ রিপোর্টার : “ইসলাম হচ্ছে বিশ্বের সবচেয়ে শান্তিপূর্ণ ধর্ম।” ইউনেস্কো এ ধরনের বিবৃতি দিয়েছে বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে আবারো ছড়িয়ে পড়েছে। ইউনেস্কো এ ধরনের বিবৃতি দেয়নি বলে ২০১৬ সালেই জানিয়ে দিয়েছিল সংস্থাটি।
২০১৬ সালের ১১ জুলাই নিজস্ব ওয়েবসাইটে দেয়া বিবৃতিতে বলা হয়, ভারতীয় মিডিয়া ‘জুনতা কা রিপোর্টার’ জানিয়েছেন ইউনেস্কো এই মর্মে ঘোষণা করেছে যে, “ইসলাম হচ্ছে বিশ্বের সবচেয়ে শান্তিপূর্ণ ধর্ম।” এই ধরনের বিবৃতি ইউনেস্কো থেকে দেয়া হয়নি। এটি একটি জাল বিবৃতি। এ ধরনের ঘটনা নিন্দনীয়।
বিবৃতিতে আরো বলা হয়, ইন্টারন্যাশনাল পিস ফাউন্ডেশন এর সাথে ইউনেস্কোর কোন অফিসিয়াল সর্ম্পক নেই, আর এ ধরনের বিবৃতির সাথেও কোন সম্পর্ক নেই।
ইউনেস্কোর ম্যান্ডেট অনুযায়ী, এই সংস্থার কাজ হচ্ছে, আর্ন্তজাতিক পরিমন্ডলে সদস্য রাষ্ট্র, অংশীদার এবং নেটওয়ার্কের মধ্যে আন্ত:ধর্মীয় ও আন্ত:সাংস্কৃতিক সংলাপকে উৎসাহিত করা। ইউনেস্কোর অন্যতম কাজ হচ্ছে, সকল ঐতিহ্য ও বিশ্বাসকে সমান গুরুত্ব  দেয়া, সব সময় সেতু বন্ধন তৈরির চেষ্টা করা এবং যতটা সম্ভব সম্পর্ক শক্তিশালী করা।    
ইউনেস্কোর এই বিবৃতিটি দেখুন :www.unesco.org/new/en/media-services/single-view/news/unesco_denounces_fake_statement/

অনলাইন আপডেট

আর্কাইভ