সোমবার ১৩ মে ২০২৪
Online Edition

ভাষাসংগ্রামী হালিমা খাতুন আর নেই

স্টাফ রিপোর্টার : ভাষাসংগ্রামী ড. হালিমা খাতুন আর নেই। গতকাল মঙ্গলবার দুপুর ২টার দিকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে তিনি ইন্তিকাল করেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
হালিমা খাতুন হৃদযন্ত্র, কিডনি ও রক্ত-সংক্রান্ত রোগে ভুগছিলেন।
ভাষাসংগ্রামীর ভাইঝি প্রখ্যাত টেলিভিশন অভিনেত্রী সুবর্ণা মোস্তফা সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।
সংস্কৃতি বিষয়কমন্ত্রী আসাদুজ্জামান নূর হালিমা খাতুনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ এবং আত্মার মাগফিরাত কামনা করেছেন।
হালিমা খাতুন ১৯৩৩ সালের ২৫ আগস্ট বাগেরহাট সদরে জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন মৌলভী আবদুর রহিমের কনিষ্ঠ সন্তান।
তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে এমএ করার পর ১৯৬৮ সালে যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব নর্দান কলোরাডো থেকে ডক্টরেট করেন।
হালিমা খাতুন ১৯৪৮ সাল থেকে ভাষা আন্দোলনে জড়িত ছিলেন এবং ১৯৫১ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির পর আন্দোলনে সক্রিয়ভাবে অংশ নেন।
শিশু সাহিত্যে ডক্টরেট করা এই লেখিকা শিশু সাহিত্যে অবদানের স্বীকৃতি হিসেবে বাংলা একাডেমি পুরস্কার পেয়েছেন। সেই সাথে তিনি ১৯৯৯ সালে পান বাংলাদেশ শিশু একাডেমি সাহিত্য পুরস্কার।

অনলাইন আপডেট

আর্কাইভ