রবিবার ১৯ মে ২০২৪
Online Edition

মেসি সব পারে--ফরাসি গোলরক্ষক

স্পোর্টস ডেস্ক : লিওনেল মেসি যে কোনো কিছু করতে সক্ষম বলে মনে করেন স্তিভ মাঁদাঁদা। বিশ্বকাপের শেষ ষোলোর প্রতিপক্ষ আর্জেন্টিনাকে নিয়ে তাই যথেষ্ট সতর্ক ফরাসি এই গোলরক্ষক।সেন্ট পিতার্সবুর্গ স্টেডিয়ামে মঙ্গলবার নাইজেরিয়াকে ২-১ গোলে হারিয়ে ‘ডি’ গ্রুপের দ্বিতীয় দল হিসেবে শেষ ষোলোয় ওঠে আর্জেন্টিনা। ম্যাচের চতুর্দশ মিনিটে চলতি আসরে নিজের প্রথম গোলটি করে দলকে এগিয়ে নেন মেসি। আগামী শনিবার কোয়ার্টার-ফাইনালে ওঠার লড়াইয়ে মুখোমুখি হবে দুই সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন। প্রথম দুই ম্যাচে নিষ্প্রভ থাকার পর নাইজেরিয়ার বিপক্ষে আলো ছড়ানো মেসিকেই মূল হুমকি মানছেন মাঁদাঁদা। “আমাদের ভালোভাবে রক্ষণ সামলাতে হবে একে অন্যের কাছাকাছি থেকে। তবে মেসি এরপরও সবকিছু করতে সক্ষম। আমরা  সতর্ক।” আমাদের দলে এমন সব খেলোয়াড় আছে যারা লা লিগায় কখনো না কখনো তার সঙ্গে বা বিপক্ষে খেলেছে। “আমরা জানি শনিবার আমাদের সামনে কি আসতে পারে। কিন্তু আমাদের ভালোভাবে রক্ষণ সামলানোর ও তাদের আঘাত করার অস্ত্র আছে।” গ্রুপ পর্বে আর্জেন্টিনা নিজেদের সেরাটা খেলতে না পারলেও তাদের বিপজ্জনক মনে করেন মাঁদাঁদা। আমরা সবাই জানি তাদের একজন খেলোয়াড় আছে যে সবকিছু করতে সক্ষম।“তাদের দক্ষতা আছে। এটা যে কোনো জায়গা থেকেই আসতে পারে। নিজেদের শেষ ষোলোয় তুলতে তাদের একটা কঠিন সময় গেছে। কিন্তু তারা এটা করেছে। প্রতিপক্ষ হিসেবে আর্জেন্টিনা সবসময় শক্তিশালী।ইন্টারনেট

অনলাইন আপডেট

আর্কাইভ