মঙ্গলবার ২১ মে ২০২৪
Online Edition

শাশুড়িকে কবর দিয়ে বাস চাপায় মারা গেলেন জামাই

চৌগাছা (যশোর) প্রতিনিধি : যশোরের চৌগাছায় বাস চাপায় হোসেন আলী (৪৮) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। তার পিতার নাম ফজের আলী। তিনি উপজেলার পাশাপোল ইউনিয়নের পলুয়া গ্রামের মৃত তুরাব মন্ডলের জামাই। এ ঘটনায় রেজাউল সর্দার নামে এক ব্যক্তি আহত হয়েছেন। শুক্রবার বেলা সাড়ে এগারটার সময় চৌগাছা-ঝিকরগাছা সড়কের পুলয়া গ্রামে ঘটনা ঘটে। পাশাপোল ইউপির পলুয়া ওয়ার্ডের সাবেক মেম্বার আব্দুল জলিল জানান, নিহত হোসেন আলী পলুয়া গ্রামে মৃত তুরাব মন্ডলের ঘরজামাই থাকতেন। শুক্রবার সকালে তার শাশুড়ির মৃত্যু হলে পারিবারিকভাবে কবরস্থ করা হয়। এরপর তিনি ছুটিপুর বাজারে যান বাড়ির মেহমানের জন্য গোশত কিনতে। সেখান থেকে ফেরার পথে বেলা সাড়ে এগারটার দিকে পলুয়া গ্রামের মসজিদের সামনে পৌছালে তার পিছনে আরেকটি সাইকেলে থাকা পলুয়া গ্রামের ওয়াজেদ সর্দারের ছেলে রেজাউল সর্দারকে ঝিকরগাছার মোহাম্মদপুর বাজার থেকে চৌগাছার দিকে ছেড়ে আসা একটি বাস (যশোর ব- ১২৩১) চাপা দিলে তার পা ভেঙে যায়। চাপা দেয়া বাসটি চৌগাছার দিকে চলে যেতে থাকলে সেটি থামাতে রাস্তার উপর দাঁড়িয়ে বাসটি থামানোর চেষ্টা করেন হোসেন আলী। এ সময় বাসের চালক হোসেন আলীকে চাপা দিয়ে পিষ্ট করে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে স্থানীয়রা বাসটিকে আটকে দিলে চালক ও হেলপার পালিয়ে যায়। আহত রেজাউল সর্দারকে যশোর ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে বাস চাপায় সাইকেল আরোহী নিহত হওয়ার জেরে বাসটি ব্যাপক ভাঙচুর করে বেলা সাড়ে এগারটা থেকে চৌগাছা-ঝিকরগাছা সড়কে যান চলাচল বন্ধ করে দেয় এলাকাবাসী। বাস শ্রমিকদের সূত্রে জানা গেছে, বাসটির প্রকৃত চালক হযরত আলী বাসটি চালাচ্ছিলেন না। উপজেলার চাঁদপাড়া গ্রামের মৃত হাশেম আলীর ছেলে আলম শুক্রবার বাসটির বদলি চালক হিসেবে চালাচ্ছিলেন। পাশাপোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অবাইদুল ইসলাম সবুজ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। চৌগাছা থানার ওসি খন্দকার শামীম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘাতক বাসটি আটক করা হয়েছে।

অনলাইন আপডেট

আর্কাইভ