রবিবার ১৯ মে ২০২৪
Online Edition

ইউনিয়ন পরিষদের উন্মুক্ত বাজেট ঘোষণা

তাড়াশ (সিরাজগঞ্জ) সংবাদদাতা: তাড়াশে মাগুড়া ইউনিয়ন পরিষদের স্বচ্ছতা ও জবাবদিহিতামূলক ২০১৮-২০১৯ অর্থ বছরের উন্মুক্ত বাজেট সভা বুধবার পরিষদ হলরুমে অনুষ্ঠিত হয়। এ বাজেটে সম্ভাব্য আয় ধরা হয়েছে ১ কোটি ৪৯ লাখ ৩১ হাজার ৪৪৪  টাকা। সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে ১ কোটি ৪৮ লাখ ৫৬২ টাকা।
চেয়ারম্যান আতিকুল ইসলাম বুলবুলের সভাপতিত্বে বাজেট সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল হক। বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম ফেরদৌস ইসলাম, সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম বাচ্চু প্রমুখ।
অপরদিকে চেয়ারম্যান মোক্তার হোসেনের সভাপতিত্বে বারুহাস ইউনিয়ন পরিষদের বাজেট সভা মঙ্গলবার বিকেলে বিনসাড়া প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। এ বাজেটে সম্ভাব্য আয় ধরা হয়েছে ১ কোটি ৪০ লাখ ১১ হাজার ৮শ’ ২০ টাকা। সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে ১ কোটি ৩৭ লাখ ৯২ হাজার ২শ’ ৫৪ টাকা।
সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল হক। অন্যান্যদের মধ্যে ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সঞ্জিত কর্মকার, এ্যাড. ইমরুল হাসান ইমন প্রমুখ।
সিরাজদিখান (মুন্সীগঞ্জ
মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার রশুনিয়া ইউনিয়ন পরিষদের ২০১৮-১৯ অর্থবছরের উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। ৩০ মে বুধবার বেলা ১১ টায় রশুনিয়া  ইউনিয়ন পরিষদ হল রুমে ইউনিয়নের সর্বস্তরের জনগণের মতামতের ভিত্তিতে চূড়ান্ত বাজেট ঘোষণা করেন রশুনিয়া ইউনিয়ন পরিষদের সচিব অরূপ নারায়ন দত্ত। মোট ১ কোটি ১৬  লাখ ৭৪ হাজার ৭৯৭ টাকার সম্ভাব্য বাজেটের ঘোষণা করেন। উন্মুক্ত বাজেট অধিবেশনে রশুনিয়া ইউপি চেয়ারম্যান মোঃ ইকবাল হোসেন চোকদারের সভাপতিত্বে উপস্থিত  ছিলেন, প্রফেসর গিয়াস উদ্দিন,  উপজেলা আওয়ামীলীগ দপ্তর সম্পাদক শহিদ ঢালীসহ ওই ইউনিয়নের সকল সদস্য ও গণ্যমান্য ব্যক্তিবর্গসহ সর্বস্তরের জনগণ।
রায়গঞ্জ (সিরাজগঞ্জ)
সিরাজগঞ্জের রায়গঞ্জে সোনাখাড়া ইউনিয়নের ২০১৮-১৯ অর্থ বছরের বাজেট সভা গত মঙ্গলবার ইউনিয়ন পরিষদ হলরুমে অনুষ্ঠিত হয়েছে। চেয়ারম্যান আবুহেনা মোঃ মোস্তফা কামাল রিপন এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন বিশিষ্ট মুক্তিযোদ্ধা ভোজন বিশ্বাস, ইউপি সদস্য মোঃ ছরওয়ার হোসেন, শ্রী দুলাল চন্দ্র রায়(লব), সংরক্ষিত ইউপি সদস্য মোছাঃ কোহিনূর খাতুন, সাজেদুল ইসলাম প্রমুখ। এছাড়াও সকল ইউপি সদস্য ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে ইউপি সচিবের পক্ষে ২০১৮-১৯ খ্রিঃ অর্থ বছরের ১কোটি ১৩ লাখ ৪৮ হাজার ৮২০ টাকা আয় , ১কোটি ১২ লাখ ৩৯ হাজার ৫২০ টাকা ব্যয় এবং ১লাখ ৯ হাজার ৩’শ টাকা উদ্বৃত্ত রেখে খসড়া বাজেট উপস্থাপন করেন হিসাব সহকারি মোঃ মেহেদি হাসান।
মুন্সীগঞ্জ
মুন্সীগঞ্জ শ্রীনগর উপজেলার ৩ নং বীরতারা ইউনিয়ন পরিষদের ২০১৮/২০১৯ উন্মুক্ত বাজেট প্রণয়নে নাগরিক মতামত গ্রহণের লক্ষ্যে উন্মুক্ত বাজেট ঘোষণা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ৩০, মে ইউনিয়নের পরিষদের সভাকক্ষে আলোচনা সভার আয়োজন করে বীরতারা ইউনিয়ন পরিষদ। বীরতারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজিম হোসেন খানের সভাপতিত্বে, এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার জাহিদুল ইসলাম। বীরতারা পরিচালনা করেন, ইউপি সচিব মোঃ মিজানুর রহমান।
বাজেট সভায় এলাকার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, সাংবাদিক, অংশ নেন। সভায় আগামী ২০১৮-১৯ অর্থ বছরের জন্য ৬৮ লাখ ৮২ হাজার ৭’শত ২৬ টাকা খসড়া বাজেট পেশ করা হয়েছে।
পাঁচবিবি (জয়পুরহাট)
পাঁচবিবি  উপজেলার ২ নং ধরনজি ইউনিয়নের ৮৯ লক্ষ ২৫ হাজার ৯০ টাকার উন্মোক্ত বাজেট ঘোষণা করা হয়েছে।
২৭ মে বিকেলে ইউপি মিলনায়তনে চেয়ারম্যান গোলাম মোস্তফার সভাপতিত্বে বাজেট ঘোষনার অনুষ্ঠান পরিচালনা করেন ইউপি সচিব আব্দুল মুমিন। বক্তব্য রাখেন ইউনিয়নের প্রথম চেয়ারম্যান হাকিমপুর ডিগ্রী কলেজের সাবেক অধ্যক্ষ মোজাম্মেল হক, ইউনিয়ন আঃলীগের সাধারন সম্পাদক মমতাজুর রহমান, বিশিষ্ঠ সমাজ সেবক এ্যাডঃ মাফিজুল সরকার, ইউপি সদস্য-সদস্যা ও গণ্যমান্য ব্যক্তিবর্গ। ৮৯ লাখ ২৫ হাজার ৯০ টাকার সম্ভাব্য আয় ও ৮৭ লাখ ১৯ হাজার ৯০ টাকা ব্যয় এবং ২ লাখ ৬ হাজার টাকা উদ্বৃত্ত নির্ধারণ করে উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়।
চৌহালী (সিরাজগঞ্জ)
সিরাজগঞ্জের এনায়েতপুর থানার ১৩ নং জালালপুর ইউনিয়ন পরিষদের উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। রবিবার দুপুরে সৈয়দপুর মডেল উচ্চ বিদ্যালয় মাঠে জালালপুর ইউপি চেয়ারম্যান হাজী সুলতান মাহমুদের সভাপতিত্বে বাজেট অধিবেশনে প্রধান অতিথি ছিলেন শাহজাদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল হোসাইন খাঁন। সভায় সৈয়দপুর মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হামিদ, ইউপি সচিব জিয়াউল হক, ইউএনডিপি কর্মকর্তা শাহানা বেগম, জালালপুর ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি শহিদুল ইসলামসহ সকল ইউপি সদস্য ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এ সময় অগামী ২০১৮-১৯ অর্থ বছরের জন্য প্রায়  ১ কোটি সাড়ে ৩ লাখ টাকার বাজেট ঘোষণা করেন ইউপি চেয়ারম্যান হাজী সুলতান মাহমুদ।
কালিয়াকৈর
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার ৪ নং মৌচাক ইউনিয়ন পরিষদের ২০১৮-২০১৯ইং সনের বাজেট  ইউনিয়ন পরিষদ কার্যালয়ে ঘোষণা করা হয়েছে।
রোববার দুপুরে ইউনিয়ন পরিষদের সম্মেলন কক্ষে চেয়ারম্যান মোঃ লোকমান হোসেন ৪ কোটি ৮১ লাখ ৪২ হাজার ৯’শত ৭৭ টাকার বাজেট পেশ করেন। বাজেটে কর আদায়, ইজারা বাবদ আয়, জন্মনিবন্ধন ফি, লাইসেন্স পারমিট ফি, সরকারি অনুদানসহ বিভিন্ন খাদ থেকে আয় ধরা হয়েছে ৪ কোটি ৮১ লাখ ৪২ হাজার ৯’শত ৭৭ টাকা আয়।
অপর দিকে কৃষি সেচ, শিল্প ও কুটির শিল্প, সেবা, শিক্ষা, স্বাস্থ্য, দুর্যোগ ব্যবস্থাপনা, আইসিটিসহ নানা খাদে ব্যয় ধরা হয়েছে  ৪ কোটি ৭৭ লাখ ৬৮ হাজার ১’শত ৬১ টাকা। উদ্বৃত্ত বাজেট ৩ লাখ ৭৪ হাজার ৮’শত ১৬ টাকা।

অনলাইন আপডেট

আর্কাইভ