রবিবার ১৯ মে ২০২৪
Online Edition

স্বাধীন বাংলা ফুটবল দল নিয়ে প্রামাণ্যচিত্র

 

স্পোর্টস রিপোর্টার: বাংলাদেশের সাবেক তারকা ফুটবলারদের নিয়ে ক্রীড়া সাংবাদিক মাসুদ আলমের লেখা ‘ফুটবলের গল্প ফুটবলারদের গল্প’ বইয়ের প্রকাশনা উৎসব হয়ে গেল। গতকাল শনিবার বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের (বিওএ) অডিটরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে স্বাধীন বাংলা ফুটবল দল নিয়ে প্রামাণ্যচিত্র নির্মাণের কথা জানিয়েছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। বাংলাদেশের ১০০ জন ফুটবলারকে নিয়ে ‘ফুটবলের গল্প ফুটবলারদের গল্প’ প্রকাশিত হয়েছিল গত বছর। প্রথম সংস্করণ ছিল সাদা-কালো। এ বছর আরও কয়েকজন ফুটবলারের কথা সংযোজন করে, আর্ট পেপারে আবার প্রকাশ করা হয় বইটি। নতুন সংস্করণ পুরোটাই রঙিন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হাসানুল হক ইনু বলেছেন, “বইটি বাংলাদেশের ফুটবলে ইতিহাস হয়ে থাকবে। ‘ফুটবলের গল্প ফুটবলারদের গল্প’ পড়ে সাবেক তারকাদের সম্পর্কে জানতে পারবে আগামী প্রজন্ম।” স্বাধীন বাংলা ফুটবল দলের ইতিহাস সংরক্ষণ বিষয়ে তথ্যমন্ত্রীর ভাষ্য, ‘আমি তথ্য মন্ত্রণালয়কে স্বাধীন বাংলা ফুটবল দলের ওপর প্রামাণ্যচিত্র নির্মাণের নির্দেশ দিয়েছি। স্বাধীন বাংলা দলের জীবিত এবং প্রয়াত প্রত্যেক সদস্যের কথা থাকবে এই প্রামাণ্যচিত্রে।’

বইটির প্রশংসা করে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি কাজী সালাউদ্দিন বলেছেন, ‘ক্রীড়া সাংবাদিক মাসুদ আলম অসাধ্য সাধন করছেন। বইটি পড়লে আগামী প্রজন্ম অনেক উপকৃত হবে।’ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্বাধীন বাংলা ফুটবল দলের অধিনায়ক জাকারিয়া পিন্টু, সহ-অধিনায়ক প্রতাপ শঙ্কর হাজরা, সাবেক ফুটবলার বশির আহমেদ, জহিরুল হক, নওশেরুজ্জামান, হাসানুজ্জামান বাবলু, বাদল রায়, শেখ মোহাম্মদ আসলাম, আশরাফউদ্দিন চুন্নু, শফিকুল ইসলাম মানিক, সত্যজিৎ দাশ রুপু, রজনীকান্ত বর্মণ, আলফাজ আহমেদ, আরমান মিয়া, কোচ মারুফুল হক, সাইফুল বারী টিটু প্রমুখ।

অনলাইন আপডেট

আর্কাইভ