রবিবার ১৯ মে ২০২৪
Online Edition

সবার কাছে সেরা খেলাটা চাই –সাকিব

স্পোর্টস রিপোর্টার : আফগানিস্তানের বিপক্ষে দেরাদুনে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে সবার সমান অবদান চান বাংলাদেশের অধিনায়ক সাকিব আল হাসান। শুধু ব্যাটিং, বোলিং কিংবা ফিল্ডিং নয়; তিন বিভাগেই সবাইকে সেরাটা দেয়ার আহ্বান জানালেন এই বাঁহাতি অলরাউন্ডার। নয়তো আফগানিস্তানকে হারানো কঠিন হবে মত দিলেন সাকিব। ম্যাচের আগের সংবাদ সম্মেলনে বাংলাদেশের অধিনায়ক বলেছেন, ‘আমরা আমাদের সেরা ক্রিকেট খেলতে চাই। প্রত্যেকে যেন পারফর্ম করে সেভাবে আমরা প্রস্তুতি নিচ্ছি। যদি একজন কিংবা দুইজন খেলোয়াড় পারফর্ম করে তাহলে আমরা জিততে পারব না। ভালোভাবে খেলার প্রস্তুতি প্রত্যেকের থাকতে হবে। যদি আমরা সবাই অবদান রাখতে পারি এবং নিদাহাস ট্রফির মতো খেলতে পারি তাহলে আরও বেশি ম্যাচ জেতার সুযোগ পাব।’ টি-টোয়েন্টি র‌্যাংকিংয়ে বাংলাদেশের চেয়ে উপরে থাকা আফগানিস্তানের বিপক্ষে ব্যাটিং, বোলিং ও ফিল্ডিংয়ে সেরা পারফরম্যান্স করতে হবে মনে করেন সাকিব, ‘প্রত্যেক বিভাগ গুরুত্বপূর্ণ। শুধু পেস বোলিং নয়, স্পিনারদেরও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে। আমাদের বোলিং ইউনিটকে ভালো খেলার চেষ্টা করতে হবে। একইভাবে ব্যাটিংয়েও। প্রত্যেকটা জায়গায় মনোনিবেশ করতে হবে। প্রত্যেক বিভাগে আমাদের ভালো করতে হবে কারণ তাদের দল অনেক শক্তিশালী। তাই আমাদের সেরা খেলাটা খেলতে হবে।’ শ্রীলংকায় নিদাহাস টি-টোয়েন্টি সিরিজে নতুন এক বাংলাদেশেরই দেখা মিলেছিল। শ্রীলংকার বিপক্ষে ২১৪ রান তাড়া করেও জয় ছিনিয়ে আনে বাংলাদেশ। যদিও ভারতের বিপক্ষে ফাইনালে হেরে ট্রফি জেতা হয়নি। তবে সিরিজজুড়ে আলোচনায় ছিল ‘বাংলাদেশি ব্র্যান্ড’। আফগানিস্তানে বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ দিয়ে ফের মাঠে ফিরছে টাইগরারা। সংবাদ সম্মেলনে নিদাহাস ট্রফির সেই ‘বাংলাদেশি ব্র্যান্ড’ প্রসঙ্গটা এলো। তবে টাইগার অধিনায় সাকিব জানান, ‘ব্র্যান্ড’ জাতীয় কিছু ভাবনাতে নেই তাদের। সাকিব বলেন, ‘ব্র্যান্ড-ট্র্যান্ড তো জানি না, জিততে চাই এটাই চেষ্টা থাকবে। আমরা আমাদের সেরা খেলাটাই খেলতে চাই। সবাই যেন ভালো করে সে ধরনের প্রস্তুতি আমরা নিচ্ছি। একজন-দুজন ভালো করলে আমরা জিতবো না এটা আমরাও জানি। যেহেতু এটা ১১ জন খেলবে, তাই এগারো জনের প্রস্তুতিটাই ভালো হওয়া লাগবে। সবাই যদি ভালো খলতে পারি, নিদাহাস ট্রফিতে যেমন খেলেছি আমাদের বেশির ভাগ ম্যাচ জেতার সম্ভাবনা থাকবে।’ সিরিজের অনেক আগে থেকেই রশিদ খানকে নিয়ে চলছে আলোচনা। রশিদ প্রসঙ্গে সাকিব বলেন, ‘যদি র‌্যাংকিং দেখেন তবে সে অবশ্যই বিশ্বের সেরা বোলার। তার বর্তমান ফর্ম অবশ্যই আমাদের জন্য ভয়ের কারণ। একই সঙ্গে তাদের অন্য বোলাদের কথাও বলতে হবে। দুই দলই সেরাটা দিবে এই ম্যাচে। আমরা আমাদের সেরাটা দিয়ে চেষ্টা করবো ভালো খেলতে। ব্যাটিং, বোলিং ও ফিল্ডিং তিন বিভাগেই।’ ইনজুরির কারণে নিদাহাস ট্রফিতে শুধু ফাইনাল খেলেছিলেন সাকিব। এবার পুরো ফিট সাকিবকেই পাচ্ছে দল। তার ওপর আইপিএলে কাটিয়ে এসেছেন দারুণ সময়। শুক্রবার একমাত্র প্রস্তুতি ম্যাচে হারলেও তাই আজ অন্য বাংলাদেশকে দেখতে চায় সবাই।

অনলাইন আপডেট

আর্কাইভ