বুধবার ১৫ মে ২০২৪
Online Edition

মিরসরাইয়ে অগ্নিকাণ্ডে ১০ পরিবার সব হারিয়ে নিঃস্ব

মিরসরাই (চট্টগ্রাম) সংবাদদাতা : মিরসরাই উপজেলার করেরহাট ইউনিয়নের দক্ষিণ অলিনগর গ্রামে অগ্নিকাণ্ডে ১০টি পরিবারের সর্বস্ব পুড়ে ছাই হয়ে গেছে। গত রোববার এই অগ্নিকাণ্ডে আকবরনগর আবাসনের ছায়াবিথী প্লটের প্রায় ২০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
করেরহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনায়েত হোসেন নয়ন জানান, ছায়াবিথী প্লটের সদস্য রিপনের বসতঘর থেকে বিদ্যুতের শর্ট সার্কিটের মাধ্যমে সূত্রপাত হওয়া আগুনের শিখা মুহুর্তের মধ্যে প্লটের অন্যান্য বসতঘরে ছড়িয়ে পড়ে। অগ্নিকাণ্ডে ক্ষতিহগ্রস্তরা হলো আবু ইউসুফ, গিয়াস উদ্দিন, মোঃ এরশাদ, আবুল হাসেম, মনোয়ারা বেগম, আইয়ুব নবী মিন্টু মিয়া, নুরুল আমিন, নুর ইসলাম, মোহাম্মদ হোসেন, মো: রিপন। এসময় অগ্নিকাণ্ডে উদ্ধার কাজে সহায়তা করতে গিয়ে স্থানীয় বাসিন্দা জাফর আহমদ (৩০) আহত হয়। তাকে প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়। ক্ষতিগ্রস্থ পরিবারের প্রত্যেক পরিবারকে করেরহাট ইউনিয়ন আওয়ামী লীগের পক্ষ থেকে সভাপতি সুলতান গিয়াস উদ্দিন জসীম ও সাধারণ সম্পাদক শেখ সেলিম প্রতি পরিবারকে ৬ হাজার টাকা, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনয়াতে হোসেনের পক্ষ থেকে প্রতি পরিবারকে ২৫ কেজি চাউল,ডাল, ইফতার, খাদ্য সামগ্রী, লুঙ্গি, শাড়ী সহ নিত্য প্রয়োজনীয় জিনিস প্রাথমিক সহায়তা দেয়া হয়েছে। এছাড়া প্রজন্মের ভাবনা সংগঠনের পক্ষ থেকে ইফতার সামগ্রী দেয়া হয়েছে।
ফায়ার সার্ভিসের টিম লিডার পুলক কান্তি বড়ুয়া জানান, অগ্নিকাণ্ডে নগদ অর্থ, স্বর্নালংকার, আসবাবপত্রসহ প্রায় ২০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়।

অনলাইন আপডেট

আর্কাইভ