রবিবার ১৯ মে ২০২৪
Online Edition

মিরসরাইয়ের মহাসড়কে ৩০ কিলোমিটার যানজটে যাত্রীদের দুর্ভোগ

 

মিরসরাই (চট্টগ্রাম) সংবাদদাতা : ফেনীতে ফ্লাইওভার কাজের কারণে সুষ্টি হওয়া যানজট মিরসরাইতেও প্রভাব ফেলেছে। মিরসরাইয়ের  নিজামপুর কলেজ এলাকায় পর্যন্ত প্রায় ৩০ কিলোমিটার এলাকায় যানজটে পড়ে  ঢাকামুখী যাত্রীরা চরম দুর্ভোগে পড়ে। বূধবার (৯ মে) ফেনীতে সৃষ্টি হওয়া যানজট বৃহস্পতিবার (১০ মে)  সন্ধ্যা পর্যন্ত দেখা গেছে।

ঢাকা পথে রওনা হওয়া আমান উল্যা নামে এক যাত্রী বুধবার রাত ৩ টায় মোবাইলফোনে জানান, বুধবার রাত সাড়ে ১১ চট্টগ্রাম থেকে ঢাকাগামী বাস উঠে রাত ১ টায় মিরসরাইয়ে মিঠাছড়া বাজার এলাকায় যানজটে পড়ে। এরপর থেকে ৩ ঘন্টা পেরিয়ে গেলেও গাড়ি এক ইঞ্চিও নড়েনি। যানজট কাটিয়ে বৃহস্পতিবার সকাল ১০ টায় ঢাকায় পৌঁছান বলে জানান। সিলেট থেকে মিরসরাইয়ে আসা রাজীব নামে এক যাত্রী জানান, বুধবার রাতে ২ টায় ফেনীতে এসে যানজটে পড়ে। মিরসরাইয়ে এসে নামেন বৃহস্পতিবার দিনের সাড়ে ১১টায়। অথচ ফেনী থেকে মিরসরাই আসতে সময় লাগে এক ঘন্টারও কম। ফেনীতে যানজটে আটকা পড়ে আহমদ উল্যা, রাজীবদের মতো যাত্রীরা চরম দুর্ভোগের শিকার হচ্ছে প্রতিদিন।

চৌধুরীহাট হাইওয়ে পুলিশের ইনচার্জ সোহেল সরকার জানান, ফেনীর রেলগেইট এলাকা উন্নয়ন কাজের কারণে যানজট দেখা দেয়। সেখানে সরু রাস্তার কারণে কিছুক্ষণ ঢাকামুখী ও কিছুক্ষণ চট্টগ্রামমুখী গাড়ি চলাচল করায় যানজট সৃষ্টি হয়। রাতের বেলা মিরসরাইয়ে যানজটের আটকে পড়া গাড়ি ও যাত্রীদের নিরাপত্তা নিয়ে মহাসড়কের পুলিশ সারারাত কাজ করে।

অনলাইন আপডেট

আর্কাইভ