মঙ্গলবার ২১ মে ২০২৪
Online Edition

চকরিয়া কোরক বিদ্যাপীঠ এসএসসিতে ১০২ জন জিপিএ-৫ পেয়ে জেলার শীর্ষে

চকরিয়ার সংবাদদাতা: রোববার ৬মে ২০১৮ সালের এসএসসি পরীক্ষায় প্রকাশিত ফলাফলে চকরিয়া কোরক বিদ্যাপীঠ ১০২জন জিপিএ-৫ পেয়ে জেলার শীর্ষ অবস্থান ধরে রাখতে সক্ষম হয়েছে। এবার পরীক্ষায় অংশগ্রহণ করেছে ৪৩১জন পরীক্ষার্থী। তন্মধ্যে বিজ্ঞান বিভাগে ২১৬জন, ব্যবসায় শিক্ষায় ১৫৪জন ও মানবিকে ৬১জন। এতে বিজ্ঞান বিভাগে ৯৯জন ও ব্যবসায় শিক্ষায় ৩জন জিপিএ-৫ পেয়েছে। যার পাশের হার ৯৭.২২%। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নুরুল আখের মহান আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করে বলেন- আজকের আনুরূপ ফলাফল পরিচালনা কমিটি, শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের সমন্বিত প্রচেষ্টার ফসল। এ জন্য তাদের প্রতি প্রাণঢালা শুভেচ্ছা। এদিকে জিপিএ-৫সহ কৃতীত্বের সাথে উত্তীর্ণ শিক্ষার্থীদের আন্তরিক অভিনন্দন জানিয়েছেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব জাফর আলম।

অনলাইন আপডেট

আর্কাইভ