মঙ্গলবার ২১ মে ২০২৪
Online Edition

বেগম খালেদা জিয়ার চিকিৎসা ও নি:শর্ত মুক্তির দাবিতে রংপুরে বিক্ষোভ

রংপুর অফিস : বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সু-চিকিৎসা এবং নি:শর্ত মুক্তির দাবিতে রংপুর মহানগর ও জেলা বিএনপি গতকার সোমবার মহানগরীতে বিক্ষোভ মিছিল করেছে।
নগরীর গ্র্যান্ড হোটেল মোড়স্থ দলীয় কার্যালয় থেকে বিএনপি নেতাকর্মীরা পৃথক পৃথকভাবে বিক্ষোভ মিছিল বের করলে পুলিশ তাদের দলীয় কার্যালয়ের প্রধান ফটকে বাঁধা দেয়। এসময় পুলিশের সাথে বিএনপি নেতাকর্মীদের বাকবিতন্ডা হয়। পরে পুলিশি বাঁধায় দলীয় কার্যালয়ের সামনে তাঁরা সমাবেশ করে। মহানগর বিএনপির সহ-সভাপতি সুলতান আলম বুলবুলের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন রংপুর মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম মিজু, সহ-সভাপতি রুহুল আমিন বাবলু, যুগ্ন সম্পাদক আশফাকুল ইসলাম বসুনিয়া আজাদ, সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম, প্রচার সম্পাদক সেলিম চৌধুরী, মহানগর যুবদলের সাংগঠনিক সম্পাদক জহির আলম নয়ন, মহানগর ছাত্রদল সভাপতি নুর হাসান সুমন, সাধারণ সম্পাদক জাকারিয়া ইসলাম জিম প্রমুখ।
এছাড়া রংপুর জেলা বিএনপি পৃথকভাবে বিক্ষোভ মিছিল বের করে। এসময় বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় সদস্য ও জেলা বিএনপির সহ-সভাপতি সাহিদা রহমান জোসনা, যুগ্ন সাধারণ সম্পাদক সাজেদুর রহমান রানা, জেলা যুবদল সভাপতি নাজমুল আলম নাজু, জেলা ছাত্রদল সভাপতি মনিরুজ্জামান হিজবুল, মিঠাপুকুর উপজেলা বিএনপির আহবায়ক অধ্যাপক গোলাম রাব্বানী, বদরগঞ্জ পৌর বিএনপির সভাপতি হুমায়ন কবির মানিক, তারাগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি আব্দুর রশিদ পাটোয়ারি, গংগাচড়া উপজেলা বিএনপির সাংগঠনিক  নাজিমুদ্দিন লিজু প্রমুখ।
ডাক-কর্মচারীদের অনশন
অবিভাগীয় ডাক কর্মচারীদের চাকরি অবিলম্বে জাতীয়করণ, ন্যূনতম মাসিক বেতন ১৮,০০০/- টাকা নির্ধারণ, প্রত্যেক শাখা পোস্ট অফিসের জন্য সরকারি অর্থায়নে ভবন নির্মাণের দাবিসহ ৩দফা দাবিতে  গতকাল সোমবার সকাল ১১টা থেকে রংপুর প্রধান ডাকঘর চত্বরে অনশন কর্মসূচি শুরু  করেছে।
উল্লেখ্য, অবিভাগীয় ডাক-কর্মচারীগণ নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করলেও  সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অবহেলার কারণে ডাক-কর্মচারীগণ মানবেতর জীবন যাপনে বাধ্য হচ্ছে। চাকরি জাতীয়করণ না হওয়ায় বর্তমানে শাখা পোস্ট মাস্টারের মাসিক ভাতা ২ হাজার ৫১০ টাকা, পোস্টম্যানের ২ হাজার ৪৬০ টাকা, রানারের ২ হাজার ৩৬০ টাকা এবং নাইট গার্ডের মাসিক ভাতা ২ হাজার ২৮০ টাকা মাত্র। সরকারি/বেসরকারি সকল চাকরিতে ঈদ-পূজায় বোনাস দেয়, এখন বৈশাখী ভাতাও চালু হয়েছে। অথচ উল্লিখিত ভাতা ছাড়া অবিভাগীয় ডাক-কর্মচারীগণ সবকিছু থেকে বঞ্চিত। এমনকি কোন সরকারি ছুটি কিংবা কোন ইউনিফর্ম। বক্তব্য রাখেন পরিষদের রংপুর বিভাগীয় সাধারণ সম্পাদক সুকুমার চন্দ্র মোদক, রংপুর জেলা সভাপতি সচিন চন্দ্র বর্মণ ,কুড়িগ্রাম জেলার আব্দুল গফুর, বগুড়া জেলার ইদ্রিস আলী, দিনাজপুর জেলার আকতার হোসেন প্রমুখ।

অনলাইন আপডেট

আর্কাইভ