শুক্রবার ১৭ মে ২০২৪
Online Edition

নীলফামারীতে বোরো চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা ১৫ হাজার ৭৯৬ মেট্রিক টন

নীলফামারী সংবাদদাতা : নীলফামারী জেলায় চলতি বোরো মৌসুমে ১৫ হাজার ৭৯৬ মেট্রিক টন চাল সংগ্রহ করবে খাদ্য বিভাগ। ইতোমধ্যে খাদ্য সংগ্রহের প্রয়োজনীয় কার্যক্রম শুরু করেছে দফতরটি।

লক্ষ্যমাত্রা নির্ধারণ হওয়া চালের মধ্যে রয়েছে নীলফামারী সদর উপজেলায় ৬৪৬৭ মেট্রিক টন, সৈয়দপুরে ১৮৭৬ মেট্রিক টন, ডোমারে ২১৫৮ মেট্রিক টন, জলঢাকায় ৩৪৭৯ মেট্রিক টন, ডিমলায় ১৫৪০ মেট্রিক টন ও কিশোরগঞ্জ উপজেলায় ২৭৬ মেট্রিক টন।

জেলা খাদ্য বিভাগ সূত্র জানায়, মে মাস থেকে শুরু করে ৩১ আগষ্ট পর্যন্ত সংগ্রহের সময়সীমা নির্ধারণ করা হয়েছে। সংগ্রহ পূরণে জেলার ৬০৪ জন মিলার চুক্তিবদ্ধ হবেন। এর মধ্যে নীলফামারী সদরে ১৫৭ জন, সৈয়দপুরে ২৩ জন, ডোমারে ১৩৯ জন, জলঢাকায় ১৫০ জন, ডিমলায় ১১৯ জন এবং কিশোরগঞ্জে ১৬ জন রয়েছেন। ইতিমধ্যে মিলারগণ খাদ্য বিভাগের সাথে চুক্তিবদ্ধ হতে শুরু করেছেন।

জেলা খাদ্য নিয়ন্ত্রক কাজী সাইফুদ্দিন জানান, ৩৮ টাকা কেজি দরে মিলারদের কাছ থেকে সিদ্ধ চাল সংগ্রহ করা হবে।

অনলাইন আপডেট

আর্কাইভ