রবিবার ১৯ মে ২০২৪
Online Edition

সাংবাদিক এম এ মালেকের জানাযা দাফন সম্পন্ন

লক্ষ্মীপুর সংবাদদাতা : লক্ষ্মীপুর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও আজীবন সদস্য প্রবীণ সাংবাদিক এম এ মালেক আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। সোমবার ভোরে হৃদরোগে আক্রান্ত হলে তাকে চিকিৎসার জন্য ঢাকায় নেয়ার পথে কুমিল্লায় তার মৃত্যু হয়। তার বয়স হয়েছিলো ৭০ বছর। তিনি স্ত্রী, আট ছেলে, তিন মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।  তিনি লক্ষ্মীপুর চেম্বার অব কমার্সের সাধারণ সম্পাদক, লক্ষ্মীপুর নাগরিক অধিকার বাস্তবায়ন কমিটির সাধারণ সম্পাদক, প্রগতি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক, লক্ষ্মীপুর রিপোটার্স ক্লাবের কার্যকরী সভাপতি, কলেজিয়েট উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটির সদস্যসহ বহু সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সাথে জড়িত ছিলেন। বিকেল ৪টায় লক্ষ্মীপুর প্রেসক্লাব প্রাঙ্গণে তার প্রথম নামাযে জানাযা ও বাদ আসর সমসেরাবাদ এলাকার চুন্নি হাজী জামে মসজিদ প্রাঙ্গণে দ্বিতীয় নামাযে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে সাংবাদিক এম এ মালেককে দাফন করা হবে। জানাযাপূর্ব সমাবেশে বক্তব্য রাখেন লক্ষ্মীপুর সরকারী কলেজের অধ্যক্ষ প্রফেসর মাইনউদ্দিন পাঠান, সিনিয়র সাংবাদিক সেলিম উদ্দিন নিজামী, আজিজুল হক ও মরহুমের বড় ছেলে নাজিম উদ্দিন রানা। সাংবাদিক এম এ মালেকের মৃত্যুতে লক্ষ্মীপুর প্রেসক্লাবের সভাপতি কামাল উদ্দিন হাওলাদার ও সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম পাবেল, যুগ্ম সাধারণ সম্পাদক মো. আবদুল মালেক ও প্রেসক্লাবের কার্যকরি কমিটি, জেলা জামায়াতের আমীর মাস্টার রুহুল আমিন, সেক্রেটারী মাওলানা মফিজুল ইসলামসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ ও রাজনৈতিক দলের নেতারা গভীর শোক প্রকাশ করে তার আত্মার মাগফিরাত কামনা করেন।

অনলাইন আপডেট

আর্কাইভ