বুধবার ২২ মে ২০২৪
Online Edition

রোনালদোর অবিশ্বাস্য গোল

স্পোর্টস ডেস্ক : বাইসাইকেল কিক। মঙ্গলবার রাতে ক্রিশ্চিয়ানো রোনালদো বাইসাইকেল কিকের অপূর্ব প্রদর্শনী করলেন। তুরিনের আলিয়াঞ্জা স্টেডিয়ামে রোনালদোর এমন অসাধারণ গোল দেখে হতবাক উপস্থিত দর্শকরাও। প্রতিপক্ষ জুভেন্টাসের সমর্থকরা উঠে দাঁড়িয়ে স্যলুট জানালেন রোনালদোকে। রোনালদোর কোচ জিদান তার এমন গোল দেখে তো যারপরনাই বিস্মিত। মাথায় হাত দিয়ে অবিশ্বাসের ভঙ্গি প্রকাশ করতেও দেখা গেছে তাকে। আর জুভেন্টাসের কিংবদন্তি গোলরক্ষক জিয়ানলুইজি বুফন তো এমন গোলের জন্য রোনালদোকে অভিনন্দনেই জানালেন। ম্যাচ শেষে বলেও দিলেন, এ ধরনের গোল হজম করাও সম্মানের। বাইসাইকেল কিক এমন একটি শারীরিক অবস্থান, যখন একজন ক্রীডাবিদ তার খেলার সরঞ্জামটিকে (সাধারণত: বল) কোনো কিছুতে ভর না দিয়ে তার শরীর শূন্যে ভাসিয়ে মাথার ওপর দিয়ে পেছনে ছুড়ে মারেন। এটিকে কখনো কখনো ‘কাচিঁ কিক’ বা ‘ওভারহেড কিক’-ও বলা হয়। কিকটা তখনই সফল হয়, যখন সেটা নিখুঁতভাবে প্রতিপক্ষের জালে জাড়িয়ে যায়। গোল পোস্টের পরিমাপ ঠিক রেখে মাথার ওপর দিয়ে পেছন থেকে কিক করে সেখানে বল জড়ানো কোনো পূর্ব পরিকল্পনা করে করা যায় না। এটা হয়ে যায় আচমকা। তবে, এর জন্য যে কঠোর সাধনা প্রয়োজন, তা যুগে যুগে দেখিয়েছেন ফুটবলাররা। তবে রোনালদোর গোলটা সম্ভবত তার নিজেরই পরিকল্পনার ফসল। ম্যাচের আগেরদিন সোমবার রিয়ালের অনুশীলনে রোনালদোকে দেখা গিয়েছিল এমন বাইসাইকেল কিকের অনুশীলন করতে। ’ রোনালদো তারই বাস্তবায়ন ঘটালেন যেন।

অনলাইন আপডেট

আর্কাইভ